আরজি কর কাণ্ড: শনিবার দেশজুড়ে ২৪ ঘণ্টা ধর্মঘটে ডাক্তাররা

নয়াদিল্লি: আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় প্রতিবাদের আগুন ছড়িয়ে পড়েছে গোটা দেশে৷ আরজি কর, মেডিক্যাল হাসপাতালের পাশাপাশি আন্দোলনে নেমেছেন বহু সরকারি ও…

নয়াদিল্লি: আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় প্রতিবাদের আগুন ছড়িয়ে পড়েছে গোটা দেশে৷ আরজি কর, মেডিক্যাল হাসপাতালের পাশাপাশি আন্দোলনে নেমেছেন বহু সরকারি ও বেসরকারি হাসপাতালের চিকিৎসকেরা৷ লাগাতার কর্মবিরতির ডাক দিয়েছেন এ রাজ্যের জুনিয়র চিকিৎসক ও ডাক্তারি পড়ুয়ারা। এবার আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের ওপর হামলার প্রতিবাদে দেশজুড়ে ২৪ ঘন্টা  কর্মবিরতির ডাক দিল চিকিৎসকদের সর্বভারতীয় সংগঠন, ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন (আইএমএ)।

শনিবার সকাল ৬টা থেকে রবিবার সকাল ৬ টা পর্যন্ত জরুরি পরিষেবা ছাড়া অন্য কোনও পরিষেবা তাঁরা দেবেন না বলে জানিয়েছে দেওয়া হয়েছে। ফলে শনিবার দেশজুড়ে ব্যহত হতে চলেছে চিকিৎসা পরিষেবা৷ প্রবল সমস্যার মধ্যে পড়তে হবে রোগী ও রোগীর পরিবারকে৷

 

এক বিবৃতিতে ডাক্তারদের সংগঠনের তরফে বলা হয়েছে, “সমস্ত প্রয়োজনীয় পরিষেবা চালু থাকবে। হতাহতের চিকিৎসা বন্ধ করা হবে না। কিন্তু ওপিডি-তে পরিষেবা মিলবে না৷ ইলেকটিভ সার্জারিও (ঐচ্ছিক অস্ত্রোপচার, অর্থাৎ যেগুলি পরে করলেও অসুবিধা নেই) করা হবে না। যে সকল জায়গায় আধুনিক মেডিসিনের ডাক্তাররা পরিষেবা দেন, সেই সকল সেক্টরে পরিষেবা প্রত্যাহার করা হবে। এই সিদ্ধান্তের ন্যায়সঙ্গত কারণের সঙ্গে গোটা দেশের সহানুভূতি চাইছে আইএমএ।”