স্কুল শিক্ষিকার পর এবার ব্যাঙ্কের ম্যানেজার, উপত্যকায় ফের অমুসলিম হত্যা

স্কুল শিক্ষিকার পর এবার ব্যাঙ্কের ম্যানেজার, উপত্যকায় ফের অমুসলিম হত্যা

জম্মু: জঙ্গিদের গুলিতে ঝাঁজরা হয়ে উপত্যাকার এক কাশ্মীরি পন্ডিত স্কুল শিক্ষিকার মৃত্যু হয়েছে তার ৭২ ঘন্টাও কাটেনি। তার মধ্যেই বৃহস্পতিবার সকালে ফের জঙ্গি হামলায় প্রয়াত হলেন স্থানীয় ম্যানেজার আরও এক অমুসলিম সম্প্রদায়ের ভিন রাজ্যের বাসিন্দা। জানা যাচ্ছে, বৃহস্পতিবার সাতসকালে ব্যাঙ্কে ঢুকে ওই ম্যানেজারকে সর্বসম্মুখে গুলি করে পালিয়ে যায় জঙ্গীরা। যে সময় এই খুনের ঘটনা ঘটে সেই সময় ব্যাঙ্কের ভিতরে প্রচুর লোক উপস্থিত ছিলেন। ছিলেন নিরাপত্তারক্ষীরাও। তাদের সামনেই কার্যত বুক চিতিয়ে ওই ব্যাঙ্ক ম্যানেজারকে হত্যা করে জঙ্গিরা। চোখের সামনেই নরকীয় হত্যাকাণ্ড দেখে রীতিমতো বাকরুদ্ধ হয়ে যান সমস্ত কর্মী এবং গ্রাহকরা। গুরুতর জখম অবস্থায় ব্যাঙ্ক ম্যানেজারকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ৭২ ঘণ্টার মধ্যে পরপর দুটি জঙ্গী হামলা, তাও আবার সেই একই জায়গা কুলগামে। এবারও টার্গেট সেই অমুসলিম সম্প্রদায়ের মানুষ। আর তাই একের পর এক জঙ্গি হামলার ঘটনায় রীতিমতো আতঙ্কের মধ্যে রাত কাটাচ্ছেন কাশ্মীরে বসবাসকারী ওমুসলিম সম্প্রদায় এবং কাশ্মীরি পণ্ডিতরা। ইতিমধ্যেই জানা যাচ্ছে বহু কাশ্মীরি পন্ডিত উপত্যাকা ছাড়তে শুরু করেছে। ধীরে ধীরে ফের ফিরছে নব্বইয়ের দশকের কাশ্মীরি পণ্ডিতদের সেই দুঃস্বপ্ন।

পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার সকালে জম্মু-কাশ্মীরের কুলগামে জঙ্গি হামলায় যে ব্যাঙ্ক ম্যানেজারের মৃত্যু হয়েছে তার নাম বিজয় কুমার। মৃত বিজয় আসলে রাজস্থানের হনুমানগরের বাসিন্দা। জানা যাচ্ছে বিজয় স্থানীয় একটি এল্লাকি দেহাতি ব্যাংকের ম্যানেজার ছিলেন। বৃহস্পতিবার সকালে ওই ব্যাঙ্কেই প্রবেশ করে দুজন জঙ্গি এবং তারা একেবারে সামনে থেকে ব্যাঙ্ক ম্যানেজারকে লক্ষ্য করে গুলি চালায়। পুরো ঘটনাটাই ব্যাংকের সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হয়েছে বলে খবর। এর সঙ্গেই আরও জানা যাচ্ছে খুব সম্প্রতিই ওই ব্যাঙ্ক ম্যানেজার হিসাবে ট্রান্সফার নিয়ে কুলগামে এসেছিলেন বিজয়। এই ঘটনা প্রসঙ্গে পুলিশ আধিকারিকরা আরও জানিয়েছেন, খুব শীঘ্রই হামলাকারী জঙ্গিদের খুঁজে বের করা হবে। ইতিমধ্যেই ওই এলাকায় চলছে তল্লাশি অভিযান।

এই ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলাকারী জঙ্গিরা বিজয় কুমারকে লক্ষ্য করে পরপর তিনবার গুলি চালিয়েছিল। তার মধ্যে একটি গুলি সরাসরি বিজয়ের কপালে লাগে। সঙ্গে সঙ্গে রক্তাক্ত অবস্থায় বিজয় কুমার মাটিতে লুটিয়ে পড়েন। তাকে ব্যাঙ্ক কর্মীরাই উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

একদিকে যখন ব্যাঙ্ক কর্মীর মৃত্যুতে রীতিমতো উত্তাল জম্মু-কাশ্মীরের কুলগাম, ঠিক তখনই জম্মু-কাশ্মীরে আরও একটি জঙ্গী হামলার ঘটনা ঘটেছে বৃহস্পতিবার সকালে। জানা যাচ্ছে, সেনা জওয়ানদের গাড়ি লক্ষ্য করে এদিন সকালে জঙ্গিরা একটি বোমা ছোড়ে। সেই বোমা বিস্ফোরণে তিন জন সেনা জওয়ান গুরুতর আহত হয়েছেন বলে খবর। আহতদের মধ্যে একজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে। সেনা সুত্রে খবর, ওই তিনজন সেনা জওয়ান তাদের নিজেদের গাড়ি করে একটি জঙ্গিবিরোধী অভিযানে যাচ্ছিলেন। সেই সময় এই বোমা হামলার ঘটনাটি ঘটেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 1 =