নয়াদিল্লি: ভারতে গত ২৪ ঘণ্টায় প্রায় ৩০ হাজার করোনায় আক্রান্ত হয়েছেন। করোনা আক্রান্তদের অনেকের সঙ্কটজনক অবস্থাতে থাকলেও বেড পাচ্ছেন না বলে অভিযোগ উঠতে শুরু করেছে বিভিন্ন রাজ্যে। যার জেরে দেশবাসীর মধ্যে করোনা নিয়ে আতঙ্ক আরও বাড়ছে। এই পরিস্থিতিতে আশার বাণী শোনাল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো, দৈনিক করোনা ভাইরাসে আক্রান্তের হার নিম্নগামী। তবে এতে মোটেও দেশবাসীর আশঙ্কা কমছে না বলেই মনে করছেন আম জনতা।
মঙ্গলবার সকাল আট থেকে বুধবার সকাল আটটা পর্যন্ত ভারতে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ২৯,৪২৯ জন। দৈনিক আক্রান্তের দিক থেকে এই পরিসংখ্যাণ সর্বোচ্চ। মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ভারতে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ৩.২৪ শতাংশ হারে বাড়ছে। এই হার ক্রমশ নিম্নগামী। গত ২৪ ঘণ্টায় করোনায় ৫৮২ জন মারা গিয়েছে। গত পাঁচদিন ধরে ভারতে করোনায় মৃতের সংখ্যা পাঁচ শতাধিক। তবে আশা জুগিয়ে ভারতে সুস্থ হওয়ার হারও বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ভারতে ২০,৫৭২ জন সু্স্থ হয়েছে।একদিনে এত সংখ্যক করোনা রোগী আগে সুস্থ হয়নি। যার জেরে ভারতে সুস্থের হার বেড়ে দাঁড়িয়েছে ৬৩.২৩ শতাংশ। এখনও পর্যন্ত দেশে ৫৯২,০৩১ জন করোনা মুক্ত হয়েছেন।
মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে আইসিএমআরের ডিজি বলরাম ভার্গভ বলেন, এই ভাইরাস ড্রপলেটের মাধ্যমে ছড়ায়। তিনি জানিয়েছেন, অনেক বিজ্ঞানীদের মতে, এই ভাইরাসের বায়ুবাহিত ট্রান্সমিশনও হতে পারে। ৫ মাইক্রনের থেকে ছোট সাইজের মাইক্রড্রপলেটের মাধ্যমে সেই সংক্রমণ হওয়া সম্ভব। তাই মাস্ক ও সোশ্যাল ডিসট্যান্সিং জরুরি বলে উল্লেখ করেছেন তিনি।