মোদীর সামনে মহিলা মন্ত্রীর কোমরে হাত, বিপাকে বিজেপির মন্ত্রী

ত্রিপুরা: মঞ্চে উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার মধ্যেই ত্রিপুরায় বিজেপি-র এক মন্ত্রীকে দেখা গেল একজন মহিলা মন্ত্রীর কোমর ধরে টানাটানি করতে। সেই ভিডিও ভাইরাল হওয়ার পরে ত্রিপুরায় প্রধান বিরোধী দল বামেরা আওয়াজ তুলেছে, কেন অভিযুক্ত মন্ত্রীকে বরখাস্ত করা হবে না। বামেরা সোমবার দাবি জানায় মনোজকান্তি দেব নামে ওই মন্ত্রীকে বরখাস্ত করতে হবে, কারণ তিনি

মোদীর সামনে মহিলা মন্ত্রীর কোমরে হাত, বিপাকে বিজেপির মন্ত্রী

ত্রিপুরা: মঞ্চে উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার মধ্যেই ত্রিপুরায় বিজেপি-র এক মন্ত্রীকে দেখা গেল একজন মহিলা মন্ত্রীর কোমর ধরে টানাটানি করতে। সেই ভিডিও ভাইরাল হওয়ার পরে ত্রিপুরায় প্রধান বিরোধী দল বামেরা আওয়াজ তুলেছে, কেন অভিযুক্ত মন্ত্রীকে বরখাস্ত করা হবে না।

বামেরা সোমবার দাবি জানায় মনোজকান্তি দেব নামে ওই মন্ত্রীকে বরখাস্ত করতে হবে, কারণ তিনি শনিবার মঞ্চে উপস্থিত একজন মহিলা মন্ত্রীকে অশালীন ভাবে স্পর্শ করেছেন। প্রশ্ন করা হলে মন্ত্রী মনোজকান্তি অবশ্য ঘটনাটিকে অস্বীকার করেন। ত্রিপুরায় ক্ষমতায় থাকা বিজেপি অবশ্য অভিযোগ উড়িয়ে দিয়ে বলেছে, ‘‘এটা বামেদের তরফে অযথা চরিত্রহননের চেষ্টা।” ত্রিপুরায বাম কনভেনার বিজন ধর মিডিয়াকে বলেন, ‘‘মনোজকান্তি দেবকে অবিলম্বে বরখাস্ত করা উচিত। যে মঞ্চে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মুখ্যমন্ত্রী বিপ্লব দেব উপস্থিত রয়েছেন সেখানে জনসমক্ষে তিনি এমন কাজ করেন কি করে?”

মোদীর সামনে মহিলা মন্ত্রীর কোমরে হাত, বিপাকে বিজেপির মন্ত্রীমঞ্চে সে দিন উপস্থিত ছিলেন ত্রিপুরার সমাজকল্যাণ এবং সমাজ শিক্ষা দফতরের মন্ত্রী সান্তনা চাকমা তিনি একজন তরুণ আদিবাসী নেত্রীও। মনোজকান্তি দেব ত্রিপুরার খাদ্য যুব ক্রীড়া বিভাগের মন্ত্রী। তিনি কয়েক দিন আগেই সংবাদ সংস্থা আইএএনএস কে ফোনে বলেছেন যে, ‘‘এমন কোনও ঘটনা ঘটেনি।” বিজেপি-র মুখপত্র নবেন্দু ভট্টাচার্য্য বলেন, ‘‘বাম দলগুলির আপাতত বিজেপির বিরুদ্ধে অযথা বিষয় নিয়ে ইস্যু করা ছাড়া আর কোনও কাজ নেই, তাই তারা বিজেপি মন্ত্রীদের চরিত্র হননের চেষ্টায় নেমেছেন। আমাদের ওই মহিলা মন্ত্রী কি কোনও রকম বক্তব্য রেখেছেন? এই নিয়ে কোনও অভিযোগ করেছেন? তা হলে বাম দলগুলি কেন এ বিষয়টা নিয়ে জল ঘোলা করে নোংরা রাজনীতির খেলা খেলছে?’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 + two =