আগরতলা: চরম আর্থিক সংকটে পড়েছে সিপিএম৷ দলের সর্ব সময়ের কর্মীদের ভাতা বন্ধ করে দেয়া হয়েছে বলে খবর৷ ভাতা না পেয়ে কার্যত অনাহারে দিন কাটাতে বাধ্য হচ্ছেন কয়েক হাজার হোলটাইমার কর্মীদের একাংশ৷
মাত্র দেড় বছর হল, ত্রিপুরা থেকে ক্ষমতাচ্যুত হয়েছে সিপিএম৷ আর তার মাধ্যেই সিপিএমের এই অবস্থায় দেখে অনেকেই হতবাক৷ ত্রিপুরায় বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই সিপিএমে ভাঙন শুরু হয়েছে৷ এবার শুরু অর্থের অভাব৷
এতদিন হোলটাইমারদেক ৩ থেকে ৫ হাজার টাকা করে ভাতা দেয়া হত দলের তরফে৷ কিন্তু এদিকে যে ধনরাশি শূন্য হয়ে যাচ্ছে তহবিল থেকে, এই দুশ্চিন্তায় তাঁদের ভাতা দিয়েছে বন্ধ করে৷ একদিকে তহবিল শূন্য হচ্ছে অন্যদিকে কেউ আর আগের মতো চাঁদাও দিচ্ছেন না৷ সূত্রের খবর, দল পরিচালনা করাই এখন রীতিমতো দায় হয়ে পড়েছে৷ তবে আশায় বাঁচে জীবন! তাই রাজনৈতিক মহল মনে করছে এই দুর্যোগ থেকে উত্তরণ সম্ভব হবেই৷