নয়াদিল্লি: আমেরিকার ওয়াশিংটনে আরও চার মার্কিন নাগরিকের করোনা ভাইরাসে মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। যার ফলে আমেরিকায় করোনা ভাইরাসের জেরে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ছয়। তার মধ্যে পাঁচ জনের মৃত্যু হয়েছে কিং কাউন্টিতে বলে জানা গিয়েছে।
কিং কাউন্টিতে এখনও পর্যন্ত ১৮ জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গিয়েছে। আমেরিকায় ভয়াবহ আকারে করোনাভাইরাস ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ওয়াশিংটনেছর স্থানীয় প্রশাসন জানিয়েছে, যদিও ১৮ জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে। তবে শহরের ১,৫০০ জনের শরীরে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।
কিং কাউন্টিতে বিশেষ নজরদারির ব্যবস্থা করা হয়েছে। যাদের শরীরে করোনা ভাইরাসের উপস্থিটতির প্রমাণ পাওয়া গিয়েছে, তাঁদের আলাদা করে রাখা হয়েছে। সোমবার ওয়াশিংটনের কিং কাউন্টজির সমস্ত স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও কিং কাউন্টির মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা. জেফ ডাচিন জানিয়েছেন, এখনই স্চকুল বন্ধ রাখা বা কোনও অনুষ্ঠান বাতিল করার মটতো পরিস্থিতি আসেনি। তবে তিনি আশঙ্কা করেছেন, কিং কাউন্টিতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়তে পারে।
অন্যদিকে, সোমবার রাতে জর্জিয়ায় দুই জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গিয়েছে। আক্রান্ত দুই জন একই বাড়িতে থাকতেন বলে জানা গিয়েছে। শুধু তাই নয়, সম্প্রতি তাঁরা ইতালি থেকে ঘুরে এসেছেন। মনে করা হচ্ছে, ইতালিতেই তাঁরা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।