ভারতীয় পাইলটকে মুক্তি দেওয়ার ঘোষণা ইমরানের

নয়াদিল্লি: চাপে পড়ে অবশেষে ভারতীয় পাইলটকে মুক্তি দেওয়ার ঘোষণা পাকিস্তানের৷ বৃহস্পতিবার পাক প্রধানমন্ত্রী ইমরান খান সংসদে জানান, শান্তির বার্তা দিয়ে শুক্রবার ভারতীয় বাসুয়েনার উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমানকে ছেড়ে দেওয়া হবে৷ এর আগে আলোচনাক শর্তে ভারতীয় পাইলটকে মুক্তি দেওয়ার কথা জানান পাক বিদেশ মন্ত্রী শাহ মাহমুদ কুরেশি৷ সংবাদমাধ্যমে তিনি জানান, পাকিস্তান ভারতের দাবি ক্ষতিয়ে দেখছে৷ শান্তিপ্রক্রিয়ায়

ভারতীয় পাইলটকে মুক্তি দেওয়ার ঘোষণা ইমরানের

নয়াদিল্লি: চাপে পড়ে অবশেষে ভারতীয় পাইলটকে মুক্তি দেওয়ার ঘোষণা পাকিস্তানের৷ বৃহস্পতিবার পাক প্রধানমন্ত্রী ইমরান খান সংসদে জানান, শান্তির বার্তা দিয়ে শুক্রবার ভারতীয় বাসুয়েনার উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমানকে ছেড়ে দেওয়া হবে৷

এর আগে আলোচনাক শর্তে ভারতীয় পাইলটকে মুক্তি দেওয়ার কথা জানান পাক বিদেশ মন্ত্রী শাহ মাহমুদ কুরেশি৷ সংবাদমাধ্যমে তিনি জানান, পাকিস্তান ভারতের দাবি ক্ষতিয়ে দেখছে৷ শান্তিপ্রক্রিয়ায় চালিয়ে যাওয়ার কারণে অভিনন্দনকে মুক্তি দেওয়া হবে৷ তবে, বসতে হবে আলোচনায়৷ এই বার্তার কড়া জবাব দেয় ভারত৷  ভারতীয় পাইলটকে অবিলম্বে মুক্তি দেওয়ার কথাও জানান কেন্দ্র৷ ভারত সরকার মনে করেছিল, বায়ুসেনার ওই উইং কমান্ডারকে পণবন্দি করতে চাইছে পাকিস্তান। কান্দাহার-কাণ্ডের মতো ওই পাইলটকে আটকে রেখে ভারতের উপর চাপ সৃষ্টি করারও পরিকল্পনা করে ইমরান খানের দেশ৷ ভারতের তরফে আন্তর্জিত মহলে চাপ বৃদ্ধির সিদ্ধান্ত কার্যকর হতেই অভিনন্দনকে মুক্তি দেওয়ার ঘোষণা করেন ইমরান৷

পাকিস্তানে বন্দি ছেলে৷ তবুও, ভেঙে পড়েননি বাবা৷ উল্টে ছেলের জন্য গর্ব অনুভব হচ্ছে বলে সাফ জানিয়ে দিলেন অভিনন্দনের বাবা৷ সংবাদ মাধ্যমে আটক পাইলটের বাবার মন্তব্য, ‘ছেলের জন্য গর্ব হচ্ছে৷ অভিনন্দনের জোশ দেখে অভিভূত আমি৷’’

ভারতীয় বায়ুসেনার পাইলট উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমানের বাবাও প্রাক্তন বায়ুসেনা অফিসার।ল অবসরপ্রাপ্ত এয়ার মার্শল আশাবাদী যে তাঁর ছেলে নিরাপদে এবং সুরক্ষিতভাবেই ফিরে আসবেন। পাকিস্তান সংযত আচরণ দেখাবে বলেই আশাবাদী তিনি।

সংবাদ সংস্থা সূত্রে খবর, পাক যুদ্ধ বিমানের পিছু নিতে গিয়ে পাকিস্তানে আকাশসীমায় ঢুকে পড়েন অভিনন্দন৷ পরে, তাঁর বিমান ধ্বংস করা হয়৷ পরিস্থিতি বেগতিক বুঝে মাটিতে লাফিয়ে পড়েন তিনি৷ গোটা ঘটনাটি স্থানীয় পাকিস্তানিদের নজরে আসে৷ অভিনন্দনকে জেরাও করেন স্থানীয়রা৷ হামলাও করা হয়৷ কিন্তু, স্থানীয়দের হাত থেকে নিজেকে রক্ষাও করেন তিনি৷ চালান গুলি৷ ভারতীয় পাইলটের জোশ দেখে আপ্লুত হয় পাক প্রশাসনের কর্তারা৷ পরে, তাঁকে বন্দি করা হয়৷ প্রশাসনের তরফেও তাঁকে হেনস্তা ও আক্রমণ করা হয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *