দেশের নতুন প্রধান বিচারপতি সম্পর্কে জরুরি ১০ তথ্য

নয়াদিল্লি: দেশের ৪৭তম প্রধান বিচারপতি হিসাবে শপথ নিলেন বিচারপতি শরদ অরবিন্দ বোবডে৷ ৩১ অক্টোবর রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ তাঁর নিয়োগপত্রে স্বাক্ষর করেছেন৷ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসেবে তাঁকে নিয়োগ করা হয়েছে৷ গত ১৭ নভেম্বর অবসর নিয়েছেন সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ৷ তাঁর পর নতুন বিচারপতি হিসেবে শপথ গ্রহণ ককলেন বিচারপতি বোবডে৷ তাঁকে শপথবাক্য পাঠ

দেশের নতুন প্রধান বিচারপতি সম্পর্কে জরুরি ১০ তথ্য

নয়াদিল্লি: দেশের ৪৭তম প্রধান বিচারপতি হিসাবে শপথ নিলেন বিচারপতি শরদ অরবিন্দ বোবডে৷ ৩১ অক্টোবর রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ তাঁর নিয়োগপত্রে স্বাক্ষর করেছেন৷ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসেবে তাঁকে নিয়োগ করা হয়েছে৷ গত ১৭ নভেম্বর অবসর নিয়েছেন সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ৷ তাঁর পর নতুন বিচারপতি হিসেবে শপথ গ্রহণ ককলেন বিচারপতি বোবডে৷ তাঁকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি৷ নিজের উত্তরসূরি হিসেবে শরদ অরবিন্দ বোবডেকে মনোনীত করেছিলেন রঞ্জন গগৈ৷

১৯৫৬ সালে ২৪ এপ্রিল নাগপুরে জন্মগ্রহণ করেন তিনি৷ তাঁদের সম্পূর্ণ পরিবার আইনজীবী বলে জানা গিয়েছে৷ তাঁর ঠাকুরদা ছিলেন আইনজীবী৷ বাবা অরবিন্দ বোবডে ১৯৮০ থেকে ১৯৮৫ পর্যন্ত মহারাষ্ট্রে অ্যাডভোকেট জেনারেল ছিলেন৷ তাঁর দাদা প্রয়াত বিনোদ বোবডে সুপ্রিমকোর্টের আইনজীবী ছিলেন৷ নাগপুরে কলেজ থেকে স্নাতক পাস করে নাগপুর বিশ্ববিদ্যালয়ে আইন নিয়ে পড়াশোনা করেন শরদ অরবিন্দ বোবডে৷ তারপর ১৯৭৮ সালের ১৩ সেপ্টেম্বর বোম্বে হাইকোর্টের নাগপুর বেঞ্চের আইনজীবী হিসেবে প্রথম নিজের প্র্যাকটিস শুরু করেন৷

২০০০ সালে ২৯ মার্চ বোম্বে হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসাবে নিয়োগ হন৷ ২০১২ সালের ১৬ অক্টোবর মধ্য প্রদেশ হাইকোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত হন তিনি৷ তারপর পরের বছর এপ্রিলে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত করা হয় তাঁকে৷ আগামী ২০২১ সালে ২৩ এপ্রিল দেশের প্রধান বিচারপতি হিসেবে অবসর নেবেন তিনি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × three =