Aajbikel

ইম্ফলের আকাশে UFO! রহস্যময় আকাশযানের জেরে দুর্ভোগে কলকাতা থেকে পাড়ি দেওয়া ইন্ডিগোর বিমান

 | 
ইউএফও

কলকাতা: ইম্ফলের আকাশে উড়ন্ত চাকতি৷ রবিবার দুপুরে আড়াইটে নাগাদ ইম্ফলের আকাশে ইউএফও-র দেখা মেলে৷ অজানা উড়ন্ত বস্তুর দেখা মিলতেই কিছুক্ষণের জন্য বন্ধ করে দেওয়া হয় ইম্ফল বিমানবন্দরে বিমান ওঠানামা৷ ইউএফও-র দর্শন মিলতেই সিআইএসএফ কন্ট্রোল রুম থেকে ইম্ফল এয়ার ট্রাফিক কন্ট্রোলকে ফোন করে বলা হয়,  এটিসি টাওয়ারের ওপরেই অজ্ঞাত উড়ন্ত বস্তুর দেখা মিলেছে।

সেই সময় বিমানবন্দরে উপস্থিত কর্মী ও সিআইএসএফ জওয়ানরা তো বটেই, সেখানে উপস্থিত যাত্রীরাও ইউএফ চাক্ষুষ করে। জানা গিয়েছে, ওই উড়ন্ত বস্তুটি ছিল সাদা রঙের৷ বিমানবন্দরের একেবারে টার্মিনাল বিল্ডিংয়ের ওপর দিয়ে সেটি উড়ে যায়। প্রথমে এটিসি টাওয়ারের ওপর বেশ কিছুক্ষণ স্থির হয়ে ভাসতে দেখা যায় ইউএফও-টিকে। ধীরে ধীরে সেটি সরতে থাকে৷ তখনও জ্বলজ্বল করছিল এর রং৷ 

এদিকে ইউএফও-র জেরে চরম দুর্ভোগে পড়েন ১৭৩ জন যাত্রী নিয়ে কলকাতা থেকে ইম্ফলের উদ্দেশে পাড়ি দেওয়া ইন্ডিগোর বিমান৷ অজানা উড়ন্ত বস্তুর ‘আক্রমণ’-এর হাত থেকে বাঁচতে বিমানটিকে ইম্ফল বিমানবন্দরে অবতরণের অনুমতিই দেওয়া হয়নি৷ এদিকে, অবতরণ করতে না পেরে আকাশেই চক্কর খেতে থাকে ইন্ডিগোর বিমান। প্রায় ২৫ মিনিট ইম্ফলের আকাশে ঘুরপাক খাওয়ার পর বিমানটিকে অসমের গুয়াহাটিতে পাঠিয়ে দেওয়া হয়৷ একই ভাবে দিল্লি থেকে আগত ইন্ডিযগোর আরেকটি বিমানকেও গুয়াহাটি পাঠিয়ে দেওয়া হয়৷ 

Around The Web

Trending News

You May like