২০২৭-এর মধ্যেই বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হবে ভারত: আইএমএফ

নয়াদিল্লি: প্রত্যাশার চেয়েও বেশি৷ দ্রুত গতিতে এগিয়ে চলেছে ভারতের অর্থনীতি৷ ৩ বছরের মধ্যেই পঞ্চম থেকে তৃতীয় স্থানে উঠে আসবে দেশ৷ ভারতের আর্থিক বৃদ্ধির হার প্রসঙ্গে এমনটাই…

modi geeta

নয়াদিল্লি: প্রত্যাশার চেয়েও বেশি৷ দ্রুত গতিতে এগিয়ে চলেছে ভারতের অর্থনীতি৷ ৩ বছরের মধ্যেই পঞ্চম থেকে তৃতীয় স্থানে উঠে আসবে দেশ৷ ভারতের আর্থিক বৃদ্ধির হার প্রসঙ্গে এমনটাই মন্তব্য করলেন আন্তর্জাতিক অর্থ ভান্ডার (আইএমএফ)-এর মুখ্য অর্থনীতিবিদ গীতা গোপীনাথ৷

 

আইএমএফ-এর মুখ্য অর্থনীতিবিদ গীতা গোপীনাথ শুক্রবার এক সাক্ষাৎকারে বলেন, ‘‘২০২৭ সালের মধ্যেই ভারতের অর্থনীতি বিশ্বের তৃতীয় বৃহত্তম হয়ে উঠবে৷’’ তাঁর দাবি, তিন বছরের মধ্যেই আমেরিকা এবং চিনের পরে নিজের জায়গা পাকা করে নেবে ভারত।

 

ওই সাক্ষাৎকারে গীতা আরও বলেন, ‘‘ভারতের আর্থিক বৃদ্ধির হার গত অর্থবর্ষে প্রত্যাশার চেয়েও অনেক ভাল ছিল। ভারতীয়দের ব্যক্তিগত খরচের হার (ভোগ্যপণ্য কেনার নিরিখে) ফের বাড়তে শুরু করেছে।’’

 

ব্লুমবার্গের একটি রিপোর্ট অনুযায়ী, ২০২১ সালের শেষ ত্রৈমাসিকের হিসাবে ব্রিটেনকে পিছনে ফেলে বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি হিসাবে উঠে এসেছিল ভারত।  ৫ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য থাকলেও করোনার ধাক্কায় সেই লক্ষ্যমাত্রা থেকে অনেকটাই পিছিয়ে গিয়েছে ভারতকে। কিন্তু ফের দ্রুতগতিতে এগোচ্ছে দেশের অর্থনীতি।