মোদীর ‘আত্মনির্ভর’ অভিযানের প্রশংসায় পঞ্চমুখ আইএমএফ

আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারের জনসংযোগ বিভাগের অধিকর্তা গেরি রাইসের বক্তব্য, “করোনা মোকাবিলার জন্য কেন্দ্র সরকার আত্মনির্ভর ভারত অভিযানের আওতাভুক্ত যে আর্থিক প্যাকেজের কথা ঘোষণা করেছিলেন, সেটি ভারতের অর্থনীতির উন্নতি সাধনে সহায়তা করেছে। পাশাপাশি এই প্যাকেজ অর্থনীতিকে নিম্নমুখী হওয়ার থেকে অনেকটাই বাঁচিয়েছে।”

 

নয়াদিল্লি: আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার বা আইএমএফ সম্প্রতি মোদী সরকারের ‘আত্মনির্ভর ভারত’ অভিযানের ভূয়সী প্রশংসা করল। করোনা ভাইরাসের দাপটে গোটা বিশ্ব ক্লান্ত। পাশাপাশি টান পড়েছে অর্থভাণ্ডারেও। আইএমএফে’র মতে, অতিমারীর সময়ে দেশের অর্থনীতিকে এই অভিযান এগিয়ে নিয়ে গিয়েছে ‘আত্মনির্ভর ভারত’ অভিযান। সেই অর্থনৈতিক অবস্থার উন্নতি সাধনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘আত্মনির্ভর ভারত’ অভিযান অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে দাবি করল আইএমএফ।

আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারের জনসংযোগ বিভাগের অধিকর্তা গেরি রাইসের বক্তব্য, ‘‘করোনা মোকাবিলার জন্য কেন্দ্র সরকার আত্মনির্ভর ভারত অভিযানের আওতাভুক্ত যে আর্থিক প্যাকেজের কথা ঘোষণা করেছিলেন, সেটি ভারতের অর্থনীতির উন্নতি সাধনে সহায়তা করেছে। পাশাপাশি এই প্যাকেজ অর্থনীতিকে নিম্নমুখী হওয়ার থেকে অনেকটাই বাঁচিয়েছে৷’’

বিশ্ব অর্থনীতিতে ভারতকে শ্রেষ্ঠত্বের জায়গায় নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছেন নরেন্দ্র মোদী। সেই প্রসঙ্গে গেরি রাইস বলেন, ভবিষ্যতে অর্থনীতির দক্ষতা এবং প্রতিযোগিতার মাত্রা আরও উন্নত করাই এখন একমাত্র লক্ষ্য হওয়া উচিত সরকারের। সেক্ষেত্রে ভারতে মেক ফর দ্য ওয়ার্ল্ডের লক্ষ্য পূরণের জন্য ধার্য নীতিগুলি নিয়ে সরকারকে অবিচল থাকতে পরামর্শ দিয়েছেন তিনি। একইসঙ্গে বিশ্বের ভ্যালু চেনে ভারতের অবস্থান মজবুত করতে বাণিজ্য, বিনিয়োগ ও প্রযুক্তির মাধ্যমকে বেছে নেওয়ার কথা বলেছেন গেরি রাইস।

প্রসঙ্গত, নীতি আয়োগ এবং কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের সঙ্গে যৌথভাবে একটি সমীক্ষা চালিয়েছিল আইএমএফ। সমীক্ষায় দেখা গিয়েছে, দেশে স্বাস্থ্যের মান আরও উন্নত করতে ভারত সরকারকে এই খাতে আরও বেশি অর্থ বরাদ্দ করতে হবে। বর্তমানে দেশের মোট জিডিপির ৩.৭ শতাংশ স্বাস্থ্যখাতে খরচ করা হয়। সমসত দিক খতিয়ে দেখে স্বাস্থ্য দফতরকে এই বিষয়ে সংস্কারের জন্য একাধিক পরামর্শ দিয়েছে আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × five =