নয়াদিল্লি: করোনা ভাইরাস সংক্রমণ গোটা দেশের মানুষকে চরম আতঙ্কিত করে রেখেছে। দিনপ্রতি রেকর্ড মাত্রায় বাড়ছে সংক্রমণ এবং মৃত্যুর হার। এই পরিস্থিতির মাঝে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের জন্য ব্যাপক প্রচার করেছে বিজেপি সহ অন্যান্য রাজনৈতিক দল। মূলত পশ্চিমবঙ্গের গত দেড় মাসে প্রায় ৪০ টি জনসভা করেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। করোনাভাইরাস সংকটের মাঝে এইভাবে জনসভা করার জন্য প্রধানমন্ত্রীর তীব্র সমালোচনা করলেন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট নভজ্যোৎ দাহিয়া। তাঁর স্পষ্ট বক্তব্য, দেশে করোনার সুপার স্প্রেন্ডার খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
সর্বভারতীয় একাধিক সংবাদ মাধ্যমে খবর অনুযায়ী, ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট দাবি করেছেন, গোটা দেশে যখন করোনাভাইরাস পরিস্থিতি সামাল দেওয়ার জন্য স্বাস্থ্য কর্মী এবং চিকিৎসকরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে লড়াই করছেন, তখন দেশের প্রধানমন্ত্রী হয়ে নরেন্দ্র মোদী জায়গায় জায়গায় বড় বড় রাজনৈতিক জমায়ত করেছেন। সেই জনসভা থেকে বিপুল মাত্রায় করোনা সংক্রমণ বেড়ে গিয়েছে বলে দাবি করেছেন তিনি। তাঁর আরও বক্তব্য, ক্রমাগত চিকিৎসকরা সাধারণ মানুষকে করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে সচেতন করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এদিকে প্রধানমন্ত্রী কোনরকম দ্বিধা না করে বড় জন সমাবেশ করেছেন। সেখানে কোনো রকম নিয়ম বিধি পালন করা হয়নি বলেও অভিযোগ করেছেন তিনি। এই প্রেক্ষিতে দেশে করোনাভাইরাস আরো বেশি করে ছড়িয়ে দেওয়ার জন্য সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করেছেন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের এই কর্তা।
এর পাশাপাশি তিনি আরো অভিযোগ করে বলেছেন, বর্তমানে দেশের অক্সিজেন সংকট থেকে শুরু করে কিভাবে করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলা করা সম্ভব হবে সেই বিষয়ে কোনো রকম পদক্ষেপ নেয়নি কেন্দ্রীয় সরকার। দেশের ভাইরাস পরিস্থিতি সামলাতে পুরোপুরি ব্যর্থ হয়েছে তারা। এদিকে একের পর এক জনসভা করে দেশের সংক্রমণ আরো বৃদ্ধি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সুতরাং এতদিন ধরে বিরোধীরা যে অভিযোগ করছিল এখন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের এই কর্তার অভিযোগের প্রেক্ষিতে তাদের মাটি আরো শক্ত হলে বলেই মনে করছে রাজনৈতিক মহল।