করোনায় আক্রান্ত নির্বাচন কমিশনের এক আধিকারিক

করোনায় আক্রান্ত নির্বাচন কমিশনের এক আধিকারিক

025a52df808ae548bf9788b4928bf156

নয়াদিল্লি: ভারতে একের পর এক সরকারি দপ্তরে করোনা ভাইরাস থাবা বসাচ্ছে। করোনায় কাঁপছে গোটা দেশ। রবিবারই করোনায় পিআইবি প্রধানের করোনা পজিটিভের খবর পাওয়া যায়। এর আগে শ্রম  মন্ত্রকের ১১ জন আধিকারিক করোনায় আক্রান্তের খবর পাওয়া গিয়েছে। প্রতিরক্ষা সচিব করোনায় আক্রান্ত হয়েছিলেন। এবার নির্বাচন কমিশনে করোনা থাবা বসাল। করোনায় আক্রান্ত হয়েছেন নির্বাচন কমিশনের এক আধিকারিক। কমিশনের ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ডিভিশনের একজন আধিকারিক করোনা পরীক্ষায় পজিটিভ হয়েছেন।

নির্বাচন সদনের তিন তলায় ওই ব্যাক্তি বসেন এবং ইভিএম ডিভিশনে অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার পদে নিযুক্ত রয়েছেন বলেই প্রাথমিকভাবে জানা গিয়েছে। নির্বাচন সদন বন্ধ রাখা হয়েছে।  গোটা ভবনটি স্যানেটাইজড করার কাজ শুরু হয়েছে। কারা কারা ওই আধিকারিকের সংস্পর্শে এসেছিলেন খোঁজ নেওয়া হচ্ছে। তাঁদের সকলকে কোয়ারেন্টাইনে পাঠানো হবে বলে জানা গিয়েছে। রবিবারই পিআইবির এক আধিকারিক করোনায় আক্রান্ত হয়েছেন। তাঁকে এইমসে ভর্তি করা হয়েছে।

ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২,৫৬,৬১১ জন। গত পাঁচ দিন আগে দিনে করোনা আক্রান্তের সংখ্যা নয় হাজার ছাড়িয়ে গিয়েছে। গত পাঁচ দিনে ভারতে ৪৮,৬০১ জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গিয়েছে।গত ২৪ ঘণ্টায় দেশে করোনা মৃত্যুর হাক সর্বাধিক। দিনের হিসেবে করোনায় মৃত্যুতে ২০০ গণ্ডি পার করেছে। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় ৩০৬ জনের মৃত্যু হয়েছে। দেশে মোট ৭,১৩৫ জন করোনায় মারা গিয়েছে। করোনায় ৫০ শতাংশ মৃত্যু মহারাষ্ট্রে হয়েছে বলে জানা গিয়েছে।

ভারতে করোনায় আক্রান্তের  দিকে থেকে সব থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে মহারাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে ৩০০৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। জন হকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান অনুযায়ী চিনকে ছাড়িয়ে গেল মহারাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা। মহারাষ্ট্রে মোট ৮৫ হাজার ৯৭৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। সেখানে চিনে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৮৪,১৯১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *