শিক্ষায় করোনা কোপ, কাউন্সেলিং কমিয়ে আনার প্রস্তাব IIT-র

শিক্ষায় করোনা কোপ, কাউন্সেলিং কমিয়ে আনার প্রস্তাব IIT-র

827bfa21d8e5d658e12b8fd6b199a4d4

নয়াদিল্লি:  চলতি বছর সাত দফার বদলে টেকনিক্যাল ইনস্টিটিউটগুলিতে ছয় দফা কাউন্সেলিং-এর প্রস্তাব করল দিল্লি আইআইটি৷ প্রস্তব পাশ হলে, চলতি বছর IIT, NIT, IIIT এবং IIEST সহ দেশের প্রথমসারির ১০০টি টেকনিক্যাল ইনস্টিটিউটের প্রায় ৪০ হাজার আসনের জন্য ছয় দফা কাউন্সেলিং হবে বলে সূত্রের খবর৷

চলতি সপ্তাহের শুরুতেই ২০২০ সালে টেকনিক্যাল ইনস্টিটিউটগুলিতে এক দফা কাউন্সেলিং কম করার প্রস্তাব জানায় দিল্লি আইআইটি৷ ইন্ডিয়ান এক্সপ্রেসের রিপোর্ট অনুযায়ী, অনুমোদনের জন্য জয়েন্ট ইমপ্লিমেনটেশন কমিটির কাছে এই প্রস্তাবটি পাঠানো হয়েছে৷ এই যৌথ প্যানেলে রয়েছে প্রতিটি আইআইটি’র জেইই চেয়ারম্যান৷ জেইই অ্যাডভান্স ২০২০ পরিচালনার দায়িত্বে রয়েছে দিল্লি আইআইটি৷ 

দেশের প্রতিটি আইআইটি এই প্রস্তাবে অনুমোদন দিলে, তা পাঠানো হবে সেন্ট্রাল সিট অ্যালোকেশন বোর্ডের কাছে৷ NITs, IIITs এবং IIEST ভর্তি প্রক্রিয়া যৌথভাবে পরিচালনা করে এই বোর্ড৷ দিল্লি আইআইটি’র এই প্রস্তাব গৃহীত হলে প্রতিটি সেন্ট্রালি ফান্ডেড টেকনিক্যাল ইনস্টিটিউটের উপর তার প্রভাব পড়বে৷ 

অন্যদিকে, একদফা কাউন্সেলিং কম করার পাশাপাশি এক সপ্তাহের মধ্যে অল ইন্ডিয়া ব়্যাঙ্ক ফর জেইই (অ্যাডভান্স) ২০২০-র ফলাফল প্রকাশ করার সুপারিশও করেছে দিল্লি আইআইটি৷ সাধারণত, জেইই অ্যাডভান্স পরীক্ষার ফলাফল প্রকাশ করতে দুই সপ্তাহ সময় নেওয়া হয়৷ চলতি বছর এই পরীক্ষা হবে ২৩ অগাস্ট৷ 

দিল্লি আইআইটি সূত্রের খবর, কাউন্সেলিং-এর সংখ্যা এক দফা কম করার পাশাপাশি এক সপ্তাহের মধ্যে জেইই অ্যাডভান্স পরীক্ষার ফলাফল প্রকাশিত হলে, অক্টোবরের গোড়াতেই প্রথম বর্ষের ক্লাস শুরু করা সম্ভব হবে৷ এর জন্য ১ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবরের মধ্যেই শেষ করতে হবে ছয় দফা কাউন্সেলিং প্রক্রিয়া৷  অধিকাংশ আইআইটি ইনস্টিটিউটেই ক্লাস শুরু হয় জুলাই মাস থেকে৷ কিন্তু চলতি বছর করোনা পরিস্থিতিতে বদলে গিয়েছে অ্যাকাডেমিক ক্যালেন্ডার৷ পিছিয়ে গিয়েছে শিক্ষাবর্ষের সময়৷ চলতি মাসেই নয়া অ্যাকাডেমিক ক্যালেন্ডার প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জরী কমিশন (ইউজিসি)৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *