এবার কম খরচে হবে করোনা পরীক্ষা, ২ বাঙালির আবিষ্কারে অনুমোদন আইসিএমআরের

এবার কম খরচে হবে করোনা পরীক্ষা, ২ বাঙালির আবিষ্কারে অনুমোদন আইসিএমআরের

নয়াদিল্লি:  বিদেশ থেকে আনা করোনা টেস্টিং কিটের ত্রুটি নিয়ে যখন কেন্দ্র-রাজ্য চাপানউতর চলছে, তখন সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে কম খরচে কোভিড-১৯ টেস্টিং কিট তৈরি করল ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি দিল্লি (আইআইটি-ডি)৷ এই টেস্ট কিটকে অনুমোদন দিয়েছে ইন্ডিয়ান কাউন্সিল ফর মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)৷ তারা আইআইটি-দিল্লির গবেষণায় ১০০ শতাংশ সন্তুষ্ট হয়েছে বলে জানা গিয়েছে।

আইআইটি-দিল্লির প্রফেসর ভি পেরুমল বলেন, ‘‘জানুয়ারি মাসের শেষের দিকে আমরা টেস্টিং কিটের উপর কাজ শুরু করি৷ তিন মাসের মধ্যেই সেই কাজ সম্পন্ন হয়েছে৷ কম খরচে অধিক সংখ্যক মানুষকে টেস্টের আওতায় আনতেই এই কিট তৈরি করা হয়েছে৷’’ এটি একটি সোয়াব টেস্টিং কিট এবং বাজার চলতি অন্যান্য কিটের তুলনায়  অনেক সস্তা বলেও জানিয়েছেন পেরুমল৷ এই টেস্ট কিটের মাধ্যমে সবচেয়ে কম খরচে লালারসের নমুনা পরীক্ষা করা যাবে। 

আইসিএমআর-এর অনুমোদন মেলার পর বাণিজ্যিক পার্টনারের খোঁজ শুরু করেছে আইআইটি দিল্লি৷ যাতে চলতি সপ্তাহেই উৎপাদনের কাজ শুরু করা যায়৷ আইআইটি-দিল্লি দেশের প্রথম অ্যাকাডেমিক সংস্থা যারা রিয়েল টাইম পিসিআর ভিত্তিক (পলিমারেজ চেইন রিয়্যাকসন) ডায়গনস্টিক কিটে আইসিএমআর-এর অনুমোদন পেল৷ সংগঠনের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, ‘‘আইসিএমআর কোভিড-১৯ টেস্ট কিটের ১০০ শতাংশ সংবেদনশীলতা এবং নির্দিষ্টতার ভিত্তিতে অনুমোদন দিয়েছে।’’ 

এটি প্রথম কিট যা শরীরে কিছু ইঞ্জেক্ট না করেই ফলাফল দেবে। এক্ষেত্রেও একই ফলাফল মিলবে৷ বর্তমানে যে পদ্ধতিতে পরীক্ষা করা হয় তা ‘ফ্লুরোসেন্ট প্রোব-নির্ভর’৷ কিন্তু, আইআইটি-র তৈরি করা পন্থা ‘প্রোব-মুক্ত’। তা সত্ত্বেও এটি সঠিক ফল দিতে সক্ষম। তুলনামূলক সিকোয়েন্সের পর্যালোচনা করে দিল্লি আইআইটি-র গবেষণা দলটি কোভিড-১৯ ও সার্স সিওভি-২ ভাইরাসের জিনোমের রাইবোনিউক্লিক অ্যাসিড (আরএনএ)-র মধ্যে কিছু বিশেষ অঞ্চলকে চিহ্নিত করতে সক্ষম হয়েছে। আইআইটি দিল্লির এই সাফ্যকে স্বাগত জানিয়েছে কেন্দ্র৷ দ্রুত এই কিট নামমাত্র মূল্যে বাজারে আনা হবে বলে জানা গিয়েছে৷  

এই প্রথম দেশের কোনও শিক্ষা প্রতিষ্ঠান বানানো টেস্ট কিট অনুমোদন দিল আইসিএমআর৷ আইসিএমআর তরফে জানানো হয়েছে, তাঁদের গবেষণাগারে কিটের কার্যকারিতা ১০০% সফল হয়েছে৷ ইতিমধ্যেই কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের তরফে আজ সংস্থার বিজ্ঞানীদের সম্বর্ধনা দেওয়া হয়েছে৷ দিল্লির আইআইটি গবেষক প্রশান্ত প্রধান, আশুতোষ পান্ডে, প্রবীণ ত্রিপাঠির তত্ত্বাবধানে তৈরি হয়েছে এই করোনা কিট৷ ওই দলের ছিলেন দু’ই বাঙালি৷ পারুল গুপ্ত, বিশ্বজিৎ কুণ্ডুর৷ ওই দলে রয়েছেন অখিলেশ মিশ্র, সোনাম জানেজা, বিবেকানন্দ পিরামাল, মনোজ বি মেনন, জেমস গোমস৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine − 7 =