ভ্যাকসিন নিলেই মিলবে চুল কাটায় ৫০% ছাড়! কোথায় জেনেন?

ভ্যাকসিন নিলেই মিলবে চুল কাটায় ৫০% ছাড়! কোথায় জেনেন?

নয়াদিল্লি: করোনা ভ্যাকসিন নিলে চুল কাটায় ডিসকাউন্ট! একটি সেলুন একেবারে ৫০ শতাংশ কম হারে চুল কাটার ব্যবস্থা করেছে৷  হ্যাঁ এরকমই প্রস্তাব দিয়েছেন সেলুনের মালিক৷ এই অভিনব উদ্যোগটি মাদুরাইয়ের এক সেলুনের৷ গুরুগ্রামেও এক অভিনব ছাড় পাওয়ার খবর জানা গিয়েছে৷ ভ্যাকসিন নিলে রেস্তোরাঁ এবং পাবে ছাড় মিলবে৷ এক্ষেত্রে ভ্যাকসিনের প্রথম ডোজ নেওয়া হলে ২৫ শতাংশ ছাড় এবং ভ্যাকসিনের দু’টি ডোজই নেওয়া থাকলে মিলবে ৫০ শতাংশ ছাড়৷ 

সেলুনের মালিক জানিয়েছেন, চুল কাটতে ছাড় দেওয়াটা অজুহাত মাত্র৷ তাঁর মূল উদ্দেশ্য করোনার সঙ্গে লড়াইয়ে ভ্যাকসিন নিয়ে সচেতনতা গড়া৷ সেজন্য একটি ছোট্ট প্রয়াস৷ অন্যদিকে গুরুগ্রামে ভ্যাকসিন নিলে রেস্তোরাঁয় খাওয়াদাওয়ার পর বিলে অনেকটা ডিসকাউন্টও পাওয়া যাবে৷ এক্ষেত্রেও উদ্দেস্য একটাই মানুষকে ভ্যাকসিন কেন্দ্রে পাঠানো এবং টিকাকরণ সম্পর্কে তাঁদের সচেতনতা গড়ে তোলা৷ 

দেশজুড়ে কোভিড ভ্যাকসিন নেওয়া নিয়ে সতর্ক করছে সরকার৷ দেশ থেকে বিদেশ,সব চিকিৎসকের একই পরামর্শ, করোনা নামক মারণ ভাইরাসকে রুখতে ভ্যাকসিনই একমাত্র ভরসা৷ ষাটোর্ধ্ব এবং স্বাস্থ্যকর্মীদের ভ্যাকসিন দেওয়া শেষ করে এবার ৪৫ এবং ১৮ বছরের ওপরের ব্যক্তিদের করোনা টিকাকরণ চলছে৷ সেই কর্মযজ্ঞে গতি আনতে সরকার সবরকম চেষ্টা চালাচ্ছে৷ সরকারের সঙ্গে হাত মিলিয়ে বহু বেসরকারি সংস্থাও টিকাকরণের ব্যবস্থা করেছে৷ এখন বেসরকারি সংস্থাগুলোও নিজের কর্মীদের জন্য টিকাকরণ কর্মসূচি নিয়েছে৷ প্রথমে অনেকেই ভয়ে ভ্যাকসিন নিতে না চাইলেও, এখন মানুষের বোধদয় হয়েছে যে, করোনা মোকাবিলায় ভ্যাকসিনই ভরসা৷ তাই মানুষ এখন টিকা কেন্দ্রের পথে পা বাড়িয়েছেন৷

ইতিমধ্যেই দেশবাসী করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কা সামলে উঠেছে৷ আগামী দিনে তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আগে যত দ্রুত সম্ভব মানুষকে ভ্যাকসিন দিয়ে করোনা রোধ করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার৷ কারণ বিশেষজ্ঞরা বারবারই সচেতন করছেন, আরও ভয়ঙ্কর এবং মারাত্মক আকারে ফিরতে চলেছে করোনার তৃতীয় ঢেউ৷
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven − 4 =