জাত দেখে তবেই ভোটের টিকিট দেওয়ার আবেদন সাক্ষী মহারাজের

নয়াদিল্লি: তিনি হিন্দু এবং একই সঙ্গে দলিত, তাই তাকে প্রার্থী করতে হবে লোকসভা ভোটে। এমন আজগুবি দাবি করে বসলেন সাক্ষী মহারাজ। একমাত্র তার জাত দেখেই তাকে ভোটে দাঁড় করানো উচিত বিজেপি’র, মন্তব্য তার। রাজনৈতিক মহলের মত অবশ্য অন্য। উত্তরপ্রদেশে সপা-বসপা জোড়া ফলা সামলাতে প্রার্থী তালিকায় বড়সড় রদবদল করতে চাইছে গেরুয়া শিবির। সেই রদবদলে কোপ পড়তে

জাত দেখে তবেই ভোটের টিকিট দেওয়ার  আবেদন সাক্ষী মহারাজের

নয়াদিল্লি: তিনি হিন্দু এবং একই সঙ্গে দলিত, তাই তাকে প্রার্থী করতে হবে লোকসভা ভোটে। এমন আজগুবি দাবি করে বসলেন সাক্ষী মহারাজ। একমাত্র তার জাত দেখেই তাকে ভোটে দাঁড় করানো উচিত বিজেপি’র, মন্তব্য তার।

রাজনৈতিক মহলের মত অবশ্য অন্য। উত্তরপ্রদেশে সপা-বসপা জোড়া ফলা সামলাতে প্রার্থী তালিকায় বড়সড় রদবদল করতে চাইছে গেরুয়া শিবির। সেই রদবদলে কোপ পড়তে পারে তার উপর, সেটা বুঝেই আগেভাগে দলীয় নেতৃত্বকে আবেদন উন্নাওয়ের সাংসদের। তার দাবি, যেহেতু তিনি হিন্দু ওবিসি, তাই তাঁকে ভোটে প্রার্থী করতেই হবে!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 − eight =