লখনউ: কথায় আছে গাছে কাঁঠাল গোঁফে তেল। তবে এবার থেকে গাছে কাঁঠাল থাক বা না থাক গোঁফে তেল দিতেই হবে। আর গোঁফে তেল দিলেই মিলবে টাকা। অন্তত এই উত্তরপ্রদেশের পুলিশের জন্য এটাই বেদ বাক্য হতে চলেছে।
সম্প্রতি গোঁফের পরিচর্যা নির্দেশ দেওয়া হয়েছে উত্তরপ্রদেশের পুলিশকে। সেজন্য মাইনের সঙ্গে আরও ২৫০ টাকা অতিরিক্ত দেওয়া হবে। সূত্রের খবর, সম্প্রতি কুম্ভ মেলার ব্যবস্থা পরিদর্শনে গিয়ে বিষয়টি মনে ধরে এডিজি বিনোদ কুমার সিংয়ের। তাঁর বক্তব্য অনুযায়ী, গোঁফ হচ্ছে উত্তরপ্রদেশের সংস্কৃতির অঙ্গ। এই পুরনো সংস্কৃতি ফিরিয়ে আনতে উদ্যোগী হয়েছেন তিনিও। তবে, জানান গেছে আগেও গোঁফের পরিচর্যার জন্য ৫০ টাকা করে দেওয়া হত। এবার সেটা একধাক্কায় বাড়িয়ে ২৫০ টাকা করা হয়েছে।