গণপিটুনিতে অংশ নিলেই যেতে হবে জেল! যাবজ্জীবন সাজা ঘোষণা রাজ্যের

যোধপুর: গণপিটুনি রুখতে এবার যাবজ্জীবন সাজা ঘোষণা করল রাজস্থান সরকার৷ যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি পাঁচ লক্ষ টাকার জরিমানা নেওয়া হবে বলে রাজস্থানের বিধানসভায় পাস নয়া নয়া বিল৷ বিলের বিরোধিতায় সরব বিজেপি৷ মঙ্গলবার রাজস্থানের বিধানসভায় গণপিটুনি রুখতে বিল আনেন সরকার৷ ধ্বনি ভোটে পাশ যায় রাজস্থান প্রোটেকশন ফ্রম লিঞ্চিং বিল ২০১৯৷ বিল বিতর্কে মন্ত্রী শান্তি ধারিওয়াল জানান, ভারতীয়

গণপিটুনিতে অংশ নিলেই যেতে হবে জেল! যাবজ্জীবন সাজা ঘোষণা রাজ্যের

যোধপুর: গণপিটুনি রুখতে এবার যাবজ্জীবন সাজা ঘোষণা করল রাজস্থান সরকার৷ যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি পাঁচ লক্ষ টাকার জরিমানা নেওয়া হবে বলে রাজস্থানের বিধানসভায় পাস নয়া নয়া বিল৷ বিলের বিরোধিতায় সরব বিজেপি৷

মঙ্গলবার রাজস্থানের বিধানসভায় গণপিটুনি রুখতে বিল আনেন সরকার৷ ধ্বনি ভোটে পাশ যায় রাজস্থান প্রোটেকশন ফ্রম লিঞ্চিং বিল ২০১৯৷ বিল বিতর্কে মন্ত্রী শান্তি ধারিওয়াল জানান, ভারতীয় দণ্ডবিধিতে গণপিটুনির বিরুদ্ধে আইন থাকলেও তা যথেষ্ট নয়৷ ফলে সরকার কড়া আইন আনতে চায়৷ গণপিটুনি রুখতে সুপ্রিম কোর্টের আইন আনার প্রসঙ্গ টেনে বিলের কারণ উল্লেখ করে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট জানান, গণপিটুনি রুখতে প্রথমেই অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত৷ এ ব্যাপারে আইন আনতে বদ্ধপরিকর সরকার৷ নতুন আইন আনার প্রয়োজনীয়তা বোঝাতে গণপিটুনির পরিসংখ্যান তুলে ধরা হয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *