গাড়িতে বসে অর্ডার করলেই মিলবে খাবার!

গাড়িতে বসে অর্ডার করলেই মিলবে খাবার!

তিরুঅনন্তপুরম: করোনা পরিস্থিতিতে বিধ্বস্ত পর্যটন ক্ষেত্রকে ফের ঢেলে সাজানোর পরিকল্পনা কেরল সরকারের৷ এই উদ্দেশ্যে কেরল পর্যটন বিভাগের নয়া পদক্ষেপ, এবার গাড়িতে বসে অর্ডার করা মাত্রই সুস্বাদু রকমারি খাবার পাওয়া যাবে৷ কোথাও বেড়াতে গিয়ে পর্যটকদের আর খাবারের খোঁজে হন্যে হতে হবে না৷ এই নয়া উদ্যোগের নাম দেওয়া হয়েছে ‘ইন কার ডাইনিং’৷ করোনা আবহে মানুষের স্বাস্থ্য ব্যবস্থাকে মাথায় রেখেই এই ভাবনা ৷

পার্কিংয়ে রেখে  ‘ইন-কার ডাইনিং’ গ্রাহকরা তাঁদের গাড়িতে বসেই কেডিটিসির বা কেরল পর্যটন উন্নয়ন বিভাগের আওতাধীন রেস্তরাঁগুলোতে খাবার অর্ডার দিতে পারবেন৷ ‘ইন-কার ডাইনিং’-এ জলখাবার, মধ্যাহ্নভোজ এবং রাতের খাবার, তিন বেলাই মিলবে পছন্দের মেনু৷ নির্ধারিত সময় ক্রেতার গাড়িতেই খাবার পৌঁছে দেওয়া হবে৷ অভিনব উদ্যোগের কথা ঘোষণা করেন কেরলের পর্যটনমন্ত্রী পিএ মহম্মদ রিয়াস৷ পর্যটনমন্ত্রী বলেন, ‘করোনার দ্বিতীয় ঢেউয়ের তার প্রভাব কিছুটা কমতেই পর্যটন শিল্পকে বাঁচানোর লক্ষ্যে এই ব্যবস্থা করা হচ্ছে৷ তবুও করোনা আবহে নিরাপত্তার ঝুঁকিকে মাথায় রেখেই এই প্রকল্পটি বাস্তবায়িত করার উদ্যোগ নেওয়া হচ্ছে৷’ তিনি আরও বলেন, শুধু নির্বাচিত কিছু কেটিডিসি রেস্তোরাঁই প্রকল্পটির আওতায় থাকবে, যেখানে পর্যটকরা খাবার অর্ডার দিতে পারবেন। এখানেই শেষ নয় পর্যটন বিভাগের পরিকল্পনা৷ রাজ্যজুড়ে কয়েকটি নির্বাচিত করা হয়েছে, যেখানে ভাসমান রেস্তোরাঁর পরিকল্পনা করা হয়েছে বলে জানান পর্যটনমন্ত্রী৷ নির্বাচিত স্থানগুলির মধ্যে তিরুঅনন্তপুরমের ভেলিতে ভাসমান রেস্তোরাঁর দেখা যাবে বলে জানিয়েছেন পর্যটনমন্ত্রী৷ এর মধ্যে প্রথম ভাসমান রেস্তোরাঁটি তৈরি করা হবে কদালুন্ডিতে৷ 

কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন বলেন, ‘রাজ্যে করোনার প্রকোপ ৪২ শতাংশ কমে গিয়েছে।’ যদিও তিনি করোনা ভাইরাসের ডেল্টা স্ট্রেনের বিরুদ্ধে সতর্কতা চালিয়ে যেতেও অনুরোধ জানিয়ে বলেন, ‘আমরা সকলেই সচেতন থাকলে করোনার তৃতীয় ঢেউ প্রতিরোধ সম্ভব হবে৷’ করোনার তৃতীয় ঢেউ রুখতে আগাম বাড়তি সতর্কতা ও অভিনব উদ্যোগের সাহায্যে কতটা এগোবে কেরলের পর্যটন শিল্প, এখন সেটাই দেখার৷
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 + 20 =