ওরা ক্ষমতায় এলে প্রতিদিন নতুন প্রধানমন্ত্রী হবে: অমিত শাহ

রেওয়া: বিরোধীরা ক্ষমতায় এলে প্রতিদিন নতুন নতুন প্রধানমন্ত্রী হবে। মোদি বিরোধী জোটকে এভাবেই চাঁচাছোলা আক্রমণ শানালেন বিজেপি সভাপতি অমিত শাহ। একইসঙ্গে, জোটের কোনও নেতা নেই বলেও কটাক্ষ করেন তিনি। শনিবার মধ্যপ্রদেশের রেওয়া জেলার গোবিন্দগড়ে একটি নির্বাচনী সভা করেন অমিত শাহ। সেখানে উপস্থিত জনতার উদ্দেশে জোটের নেতা কে তা নিয়ে প্রশ্ন ছুঁড়ে দেন তিনি। পরক্ষণেই দলীয়

3eb184a2483121fe1dd6fc394183eb99

ওরা ক্ষমতায় এলে প্রতিদিন নতুন প্রধানমন্ত্রী হবে: অমিত শাহ

রেওয়া: বিরোধীরা ক্ষমতায় এলে প্রতিদিন নতুন নতুন প্রধানমন্ত্রী হবে। মোদি বিরোধী জোটকে এভাবেই চাঁচাছোলা আক্রমণ শানালেন বিজেপি সভাপতি অমিত শাহ। একইসঙ্গে, জোটের কোনও নেতা নেই বলেও কটাক্ষ করেন তিনি।

শনিবার মধ্যপ্রদেশের রেওয়া জেলার গোবিন্দগড়ে একটি নির্বাচনী সভা করেন অমিত শাহ। সেখানে উপস্থিত জনতার উদ্দেশে জোটের নেতা কে তা নিয়ে প্রশ্ন ছুঁড়ে দেন তিনি। পরক্ষণেই দলীয় এক কর্মীর পাঠানো হোয়াটসঅ্যাপ মেসেজকে উল্লেখ করে বিজেপি সভাপতি বলেন, ‘কেন্দ্রে যদি জোট সরকার ক্ষমতায় আসে, তাহলে সোমবার মায়াবতী প্রধানমন্ত্রী হবেন। মঙ্গলবার অখিলেশ। বুধবার শারদ পাওয়ার, বৃহস্পতিবার (এইচ ডি) দেবেগৌড়া, শুক্রবার চন্দ্রবাবু নাইডু, শনিবার মমতা দিদি। আর রবিবার সারাদেশে ছুটি।’

এরপরেই এভাবে কি দেশ চলতে পারে বলে জনতার উদ্দেশে সওয়াল করেন অমিত। তিনি বলেন, ‘দেশের জন্য প্রয়োজন একজন বলিষ্ঠ নেতা। আর কেন্দ্রের জন্য দরকার এক শক্তিশালী সরকার। গরিবদের উন্নয়ন করতে পারে না কংগ্রেস সরকার। ওরা জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করে পাকিস্তানকে যোগ্য জবাব দেবে না। শুধুমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিই পারেন পাকিস্তানকে উপযুক্ত জবাব দিতে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *