মুম্বই: মসজিদ, লাউডস্পিকার, নামাজ এক কথায় একগুচ্ছ সাম্প্রদায়িক বিতর্ক নিয়ে ফের মহারাষ্ট্রের রাজনৈতিক আলোচনার শীর্ষে রাজ ঠাকরে। রমজান মাসে নামাজ পাঠকে কেন্দ্র করে একাধিক বিতর্কিত মন্তব্য করে লাইমলাইটে এসেছিলেন মহারাষ্ট্র নবনির্মাণ সেনার মূল কান্ডারী রাজ ঠাকরে। সেই সময় শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরের সঙ্গেও একাধিকবার বাকবিতণ্ডায় জড়াতে দেখা যায় হিন্দুত্ববাদী এই নেতাকে। তিনি প্রকাশ্যে মঞ্চে হুমকি দিয়েছিলেন যে নামাজ পাঠের সময় যদি লাউডস্পিকার ব্যবহার বন্ধ না হয় তাহলে মসজিদের বাইরে তাঁর দলও লাউডস্পিকারে হনুমান চল্লিশা বাজাবে। এই সমস্ত ঘটনাকে কেন্দ্র করে চলতি মাসে প্রায় গোটা মহারাষ্ট্র জুড়েই একাধিক উত্তেজনা সৃষ্টি হয়। আর এবার রাজ ঠাকুরের দল তথা মহারাষ্ট্র নবনির্মাণ সেনার তরফ থেকে লাগানো হল হুমকি পোস্টার। জানা যাচ্ছে, বৃহস্পতিবার মুম্বাইয়ের লালবাগ এলাকায় এমএনএস দলের তরফ থেকে একাধিক হুমকি পোস্টার চোখে পড়েছে, যত লেখা রয়েছে ‘ রাজ ঠাকরের যদি কোনও ক্ষতি হয় তাহলে গোটা মুম্বাই জ্বলবে। এই পোষ্টারকে কেন্দ্র করে একদিকে যেমন নতুন করে রাজনৈতিক বিতর্ক মাথাচাড়া দিয়েছে তেমনই এলাকায় ছড়িয়ে পড়েছে উত্তেজনা।
বৃহস্পতিবার বিকেলে খবরে আসে রাজ ঠাকরে দলের এই হুমকি পোস্টার। জানা গিয়েছে, মারাঠি ভাষায় লেখা হয়েছে এই পোস্টার যেখানে কার্যত স্পষ্ট হুমকি দিয়ে বলা হয়েছে যদি রাজ ঠাকরের কোনও ক্ষতি হয় তাহলে চরম পদক্ষেপ নেবে তাঁর দল। গোটা মুম্বই জ্বলবে। সম্প্রতি এমএমএস নেতাও অভিযোগ করেছিলেন যে তিনি একাধিক হুমকি ফোন পাচ্ছেন। তাঁকে হুমকি দেওয়া হচ্ছে এই খবর প্রকাশ্যে আসতেই তাঁর অনুগামীদের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে। এমনকি এই নেতাকে যাতে অবিলম্বে সরকারের তরফ থেকে জেট কিংবা ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা ব্যবস্থা দেওয়া হয় তারও দাবি তোলেন তাঁর অনুরাগীরা। সেই দাবি মতো ইতিমধ্যেই রাজের নিরাপত্তা বাড়ানো হয়েছে। কিন্তু তারপরেই বৃহস্পতিবার মুম্বইয়ের বিভিন্ন এলাকায় যে হুমকি পোস্টার চোখে পড়েছে তা নিয়ে মাথাচাড়া দিয়েছে নতুন বিতর্ক।
প্রসঙ্গত দিন কয়েক আগেই মহারাষ্ট্র নবনির্মাণ দলের আরও এক শীর্ষস্থানীয় নেতা বালা নন্দগাঁওকারের গলাতেও একই হুমকির কথা শোনা গিয়েছিল। সম্প্রতি তিনিও বলেন, ‘মহারাষ্ট্র নবনির্মাণ সেনা প্রধানের কিছু হলে আমরা গোটা মহারাষ্ট্র জ্বালিয়ে দেব।’ তাঁর কথারই পুনরাবৃত্তি দেখা গেল এই পোস্টারে।