ভারতের দিকে পা বাড়ালেই সীমান্তে চলবে গুলি, চিনকে কড়া হুঁশিয়ারি

ভারতের দিকে পা বাড়ালেই সীমান্তে চলবে গুলি, চিনকে কড়া হুঁশিয়ারি

34589b83f253a708cbcd8a3b00473f89

নয়াদিল্লি: লাদাখ সীমান্তে ‘মুখোমুখি অবস্থান থেকে সেনা পিছনো’ (ডিসএনগেজমেন্ট) নিয়ে দু’দেশের মধ্যে উত্তেজনার মধ্যেই লাল ফৌজকে কড়া হুঁশিয়ারি দিল ভারত৷ প্রকৃত নিয়ন্ত্রণরেখায় পিএলএ যদি ভারতীয় সেনার দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করে, তাহলে আত্মরক্ষার্থে গুলি চালাতে বাধ্য হবে ভারতীয় সেনা৷   

আরও পড়ুন- আন্তর্জাতিক আদালতে ভারতের বিরুদ্ধে জয়ী ভোডাফোন, আইনি খরচা মেটাতে হবে ভারতকে

গত মে মাস থেকেই সীমান্তে চড়ছে উত্তেজনার পারদ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ভারত ‘ডিসএনগেজমেন্ট’-এর উপর জোড় দিলেও বারবার আগ্রাসী পদক্ষেপ করে চলেছে চিন৷ সূত্রের খবর, গত জুন মাসে গালওয়ান উপত্যকায় রক্তক্ষয়ী সংঘর্ষের পর ভারত চিনকে স্পষ্ট জানিয়ে দিয়েছে, ‘‘চিন সেনা যদি ভারতীয় সেনার পজিশনের দিকে এগিয়ে আসে, তাহলে আত্মরক্ষার্থে তাঁরা গুলি ছুড়বেই৷’’ গত ১৫ জুন গালওয়ান উপত্যকার সংঘর্ষে শহিদ হয়েছিলেন ২০ ভারতীয় জওয়ান৷ কয়েক দশক পর সম্প্রতি সীমান্তে চলে সতর্কতামূলক গুলিও৷ গালওয়ান উপত্যকায় রক্তক্ষয়ী সংঘর্ষের পর ভারতের পেট্রোলিং পয়েন্টগুলি লক্ষ্য করে এগিয়ে আসার কৌশল নিয়েছে চিন৷ এই পরিস্থিতির মধ্যে ভারতও যে পিছিয়ে আসবে না সেই বার্তা স্পষ্ট করি দিয়েছে নয়াদিল্লি৷ চিন সেনা পা বাড়ালেই এবার চলবে গুলি৷ গালওয়ানের ঘটনার পর চিনের শান্তির বানীতে আস্থা রাখার কোনও প্রশ্নই নেই৷ প্রকৃত নিয়ন্ত্রণরেখায় চিনের পদক্ষেপই তাদের শেষ পরিচয়৷ 

efe65a5665fe770f34b13a2baaa9bd91

আরও পড়ুন- টাইমসের প্রভাবশালী তালিকায় নাম তুলে মোদীকে পুত্রসম বললেন শাহীনবাগের ‘দাদি’

এদিকে, সীমান্ত সমস্যা নিয়ে দফায় দফায় চলছে বৈঠক৷ ভারতের বিদেশ মন্ত্রকের তরফে বলা হয়েছে, বৈঠকে দু’দেশের মধ্যে যে আলোচনা হয়েছে, সীমান্তে লাদাখের মাটিতেও সেই কথা বজায় রাখতে হবে৷ বৃহস্পতিবার বিদেশমন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব বলেন, দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে লাদাখে স্থিতাবস্থা ফেরানোর জন্য সবরকম চেষ্টা চালাচ্ছে ভারত। লাদাখে শান্তি বজায় রাখতে সীমান্তে ডিসএনগেজমেন্ট নিয়ে আলোচনা চলছে। বিতর্কিত এলাকা থেকে দুই দেশকেই তাদের সেনা সরাতে হবে বলে জানিয়েছে ভারত। কিন্তু একগুঁয়ে চিনের দাবি, সেনা সরানোর বিষয়ে আগে পদক্ষেপ করতে হবে ভারতকে৷  

অন্যদিকে সূত্রের খবর, মল্ডোয় দু’দেশের সামরিক পর্যায়ের বৈঠকে ভারতের তরফে সম্পূর্ণ এলাকা ডিসএনগেজমেন্টের কথা বলা হয়েছে৷ প্যাংগং হ্রদের দক্ষিণাঞ্চল থেকে দাসপাং পর্যন্ত সম্পূর্ণ এলাকাতেই ডিসএনগেজমেন্ট করার পক্ষে ঐক্যমত পোষণ করেছে দুই দেশ৷ কিন্তু কিছুতেই প্রথমে পিছু হঠতে নারাজ লাল ফৌজ৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *