ঝাবুয়া: লোকসভা নির্বাচন প্রায় শেষ হওয়ার মুখে৷ ষষ্ঠ দফার ভোট গ্রহণ প্রায় শেষ৷ বাকি আর এক দফার ভোট৷ তারপরই, ২৩ মে জানা যাবে কার হাতে থাকছে দেশের ভাগ্য৷ এরই মাঝে বিতর্ক উস্কে দিলেন মধ্যপ্রদেশের এক বিজেপি নেতা রাতলাম কেন্দ্রের প্রার্থী গুমমান সিং।
তিনি বললেন, ‘পণ্ডিত জহরলাল নেহরু যদি প্রধানমন্ত্রী হওয়ার জন্য চেষ্টা না করতেন তাহলে মহম্মদ আলি জিন্না দেশের প্রথম প্রধানমন্ত্রী হতেন। আর সেটা সম্ভব হলে দেশভাগের প্রয়োজন পড়ত না। দেশ স্বাধীন হওয়ার সময় নেহরু যদি প্রধানমন্ত্রী হওয়ার ব্যাপারে জোড়াজুড়ি না করতেন তাহলে দেশভাগের পরিস্থিতি তৈরি হত না। জিন্না ছিলেন একজন আইনজীবী ও শিক্ষিত ব্যক্তি৷ তিনি প্রধানমন্ত্রী হলে দেশভাগ হত না। দেশভাগের সম্পূর্ণ দায়িত্ব কংগ্রেসের।’’
এবারের লোকসভা নির্বাচনের মূল বিষয় হয়ে দাঁড়িয়েছে জাতীয় সুরক্ষা ও দেশপ্রেম। এই দুটো বিষয়কে সামনে রেখেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে বিজেপি। এরই মাঝে বিজেপির নেতার মন্তব্যের পর পরিস্থিতি কোন দিকে যায়, সেটাই এখন দেখার৷