নয়াদিল্লি: ভারতে করোনা আক্রান্তের সংখ্যা হু হু করে বেড়ে চলেছে। পরিস্থিতি সামাল দিতে একের পর এক সিদ্ধান্ত বদল করেছে কেন্দ্র ও আইসিএমআর। এবার করোনা পরীক্ষা নিয়ে বড়সড় ঘোষণা করল আইসিএমআর। বৃহস্পতিবার আইসিএমআরের পক্ষ থেকে জানানো হয়েছে, করোনা পরীক্ষা করতে হলে কোনও এবার থেকে চিকিৎসকের প্রেসক্রিবশনের কোনও প্রয়োজন নেই।
এবার থেকে কোনও ব্যক্তির করোনা নিয়ে কোনও সন্দেহ হলেই দেশের যে কোনও ল্যাবরেটরিতে করোনা পরীক্ষা করতে পারবেন। তার জন্য কোনও চিকিৎসকের কোনও প্রেসক্রিবশন লাগবে না। ইতিমধ্যে এই মর্মে প্রতিটি রাজ্যকে চিঠি পাঠানো হয়েছে। করোনা ভাইরাস রোধ করতে পরীক্ষা একমাত্র উপায়। যত বেশি করোনা পরীক্ষা করা হবে বেশি করে আক্রান্তের সংখ্যা পাওয়া যাবে। আক্রান্তদের যত দ্রুত ব্যবস্থা নেওয়া হবে, পরিস্থিতি তত দ্রুত স্বাভাবিক করা সম্ভব বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন।
বিভিন্ন পরীক্ষা করে দেখা গিয়েছে অনেকের ক্ষেত্রে অজান্তে করোনা হয়েছে, আবার নিজে থেকে সেরে গিয়েছে। কোনও উপসর্গ দেখতে পাওয়া যায়নি। কারও ক্ষেত্রে সামান্য উপসর্গ দেখা দিয়েছে। অনেকে সেই সামান্য উপসর্গে চিকিৎসকের পরামর্শ নেননি। আবার কোনও ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিলে তিনি অনেক ক্ষেত্রেই করোনা পরীক্ষা করাতে বলেননি। মনে করা হচ্ছে, এবার অনেকের সন্দেহ হলেই করোনা পরীক্ষা করাতে পারবেন, যার ফলে আক্রান্তের সংখ্যা বাড়বে।
আইসিএমআরের পক্ষ থেকে একটি পরীক্ষা করা হয়েছিল, ভারতের ৬০টি জেলাতে। সেখানে দেখা গিয়েছে, অনেকের শরীরে করোনার বিরুদ্ধে তৈরি করা অ্যান্টিবডি তৈরি হয়েছে। দেখা গিয়েছে, কন্টেইমেন্ট এলাকাগুলোর ৩০ শতাংশ মানুষের শরীরে করোনা ভাইরাসে অ্যান্টিবডি পাওয়া গিয়েছে। তাঁরা দাবি করেছেন, তাঁরা কোনওদিন করোনা ভাইরাসে আক্রান্ত হননি। তবে কোথা থেকে এল, বিশেজ্ঞরা মনে করছেন, অজান্তেই তাঁদের শরীরে করোনা ভাইরাসের জীবানু বাসা বেঁধেছিল। আবার তাঁরা নিজে নিজে সুস্থ হয়ে গিয়েছেন।