ব্যাংক থেকে টাকা তুলতে চান? জেনে নিন টাকা তোলার নতুন নিয়ম

ব্যাংক থেকে টাকা তুলতে চান? জেনে নিন টাকা তোলার নতুন নিয়ম

নয়াদিল্লি: দেশে ক্রমাগত বেড়ে চলেছে করোনা পজেটিভের সংখ্যা৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আজ থেকে দেশজুড়ে শুরু হয়েছে তৃতীয় দফার লকডাউন৷  এরই মধ্যে ব্যাংক থেকে টাকা তোলার  ক্ষেত্রে নতুন নিয়মের কথা ঘোষণা করল ইন্ডিয়ান ব্যাংকস অ্যাসোসিয়েশন (আইবিএ)। গ্রাহকদের কাছে আইবিএ-র আবেদন, করোনা পরিস্থিতিতে ব্যাংকে ছুটে আসার দরকার নেই। ব্যাংকের শাখায় ভিড় না জমিয়ে বরং ইলেকট্রনিক ট্রানজ্যাকসনের উপরই বেশি গুরুত্ব দিক গ্রাহকরা৷

ভিড় এড়াতে এবং সামাজিক দূরত্ব বজায় রাখাতেই টাকা তোলার নিয়মের ক্ষেত্রে ব্যাংকগুলিতে নির্দিষ্ট দিন বেধে দেওয়া হয়েছে৷  গ্রাহকদের অ্যাকাউন্ট নম্বরের শেষ সংখ্যার নিরিখে এই দিন ধার্য করা হয়েছে৷  জানানো হয়েছে, আগামী ১১ মে পর্যন্ত এই নিয়ম কার্যকর থাকবে৷

আইবিএ জানিয়েছে, যে সকল গ্রাহকের ব্যাংক অ্যাকাউন্টের শেষ সংখ্যা ০ এবং ১, তাঁরা ৪ মে টাকা তুলতে পারবেন৷ ২ এবং ৩ দিয়ে যাঁদের অ্যাকাউন্ট শেষ হয়েছে, তাঁরা টাকা তুলতে পারবেন পরের দিন, অর্থাৎ ৫ মে৷ যাঁদের অ্যাকাউন্টের শেষ সংখ্যা ৪ এবং ৫, তাঁরা টাকা তুলতে পারবেন ৬ মে৷ যাঁদের অ্যাকাউন্ট নম্বর ৬ ও ৭ দিয়ে শেষ হয়েছে, তাঁরা ৮ মে এবং যাঁদের অ্যাকাউন্ট নম্বর ৮ ও ৯ দিয়ে শেষ হয়েছে, তাঁরা ১১ মে টাকা তুলতে পারবেন। ১১ মে’র পর অবশ্য ব্যাংক থেকে টাকা তোলার ক্ষেত্রে আর এই নিয়ম আর বলবৎ থাকবে না৷ যে কোনও দিনই অ্যাকাউন্ট থেকে টাকা তোলা যাবে৷ 

গত এপ্রিলে দেখা গিয়েছিল, মাস পড়তেই শুরু হয়ে যায় ব্যাংক থেকে টাকা তোলার হিড়িক৷ যেখানে সামাজিক দূরত্বের কোনও বালাই ছিল না৷ করোনা পরিস্থিতিতে সারা দেশজুড়ে এই ছবি ছিল ভয়ঙ্কর৷ তাই মাস পড়তেই এই সমস্যা এড়াতে নয়া নিয়ম লাগু করে আইবিএ৷ এছাড়াও এটিএম-এর মাধ্যমেও টাকা তোলার ক্ষেত্রেও কোনও চার্জ লাগবে না বলেও জানানো হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *