আর নয় বঞ্চনা! ডিজিটাল মিডিয়াকে সরকারি  স্বীকৃতি, সুযোগ-সুবিধার সুপারিশ কেন্দ্রের

আর নয় বঞ্চনা! ডিজিটাল মিডিয়াকে সরকারি  স্বীকৃতি, সুযোগ-সুবিধার সুপারিশ কেন্দ্রের

কলকাতা: বদলে যাওয়া দুনিয়ায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার পাশাপাশি দ্রুত মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠছে ডিজিটাল মিডিয়া৷ ক্রমশ পাকা হচ্ছে ডিজিটাল মিডিয়ার ভিত৷ ইন্টারনেটের মাধ্যমে মানুষের একেবারে হাতের মুঠোয় পৌঁছে যাচ্ছে খবর৷ পথে-ঘাটে, অফিসে বা বাড়িতে বসে মিলছে যে কোনও খবরের প্রতি মুহূর্তের আপডেট৷ রাজনীতে থেকে বিনোদন, বাদ নেই কোনও কিছুই৷ ডিজিটাল মিডিয়া সবচেয়ে বেশি জনপ্রিয় হয়ে উঠছে তরুণ সমাজের মধ্যে৷ ফলে নবীন এই গণমাধ্যমকে অবহেলা করার কোনও প্রশ্নই নেই৷ তাই চিরাচরিত যে সুবিধাগুলি প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া পেয়ে থাকে, আগামীদিন সেই সব সুযোগ সুবিধা পাবে ডিজিটাল মিডিয়াও৷ শুক্রবার এমনটাই জানাল কেন্দ্র৷  

আরও পড়ুন- দেওয়া হচ্ছে না ওষুধ-বই-পরিবারের চিঠি, প্রতিবাদে অনশন মাও যোগে ধৃত অধ্যাপক

কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, ভবিষ্যতে বিভিন্ন ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্মে সরকারি বিজ্ঞাপন দেওয়ার কথা ভাবা হচ্ছে। বিশেষ করে সেই সব ডিজিটাল মিডিয়ায় যারা কারেন্ট আফেয়ার্স এবং খবর নিয়ে কাজ করে। এর জন্য ডিজিটাল মিডিয়াকে সেলফ রেগুলেটরি বডি তৈরি করার অনুমতি দেওয়া হয়েছে৷ যাতে সরকারের সঙ্গে যোগাযোগ রাখা সম্ভব হয়৷ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াতেও রয়েছে এমনই সেলফ রেগুলেটিং বডি৷ শুধু তাই নয় ডিজিটাল মিডিয়ায় কাজ করা সাংবাদিক, চিত্র সাংবাদিক এবং ভিডিওগ্রাফারদের পিআইবি অ্যাক্রিডিটেশন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে জানানো হয়েছে৷ অ্যাক্রিডিটেশন পাওয়া সাংবাদিকরা প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার রিপোর্টরদের মতো প্রবেশ করতে পারবেন সরকারি সাংবাদিক বৈঠকে৷ পাবেন সিজিএইচএস ও ট্রেনের ভাড়ায় কনসেশন৷ 

আরও পড়ুন- বায়ুদূষণের জেরে বাড়বে করোনার সংক্রমণ, মৃত্যু হতে পারে বহু রোগীর!

অন্যদিকে সরকারি দফতরগুলিতে পড়ে রয়েছে প্রায় সাত লক্ষ শূন্যপদ৷ এর উপর সরকারি কর্মীর সংখ্যা আরও কমাতে ‘আগাম অবসর’ চালু করার কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার৷ ৫০ কিংবা ৫৫ পেরনো যে কোনও কর্মী যিনি   ৩০ বছর বা তার বেশি সময় চাকরিতে আছেন, তিন মাসের নোটিসে তাঁদের চাকরি থেকে ছাঁটাই করতে পারে সরকার। শুক্রবার জারি করা সরকারি বিবৃতিতে বলা হয়েছে, জনস্বার্থে যে কোনও কর্মীকে অবসরের নির্ধারিত সময়ের আগেই চাকরি থেকে বসিয়ে দিতে পারে সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *