চিনকে কড়া বার্তা দিয়ে রাতের আকাশে রাফালের আস্ফালন, লাদাখ যাওয়ার প্রস্তুতি

চিনকে কড়া বার্তা দিয়ে রাতের আকাশে রাফালের আস্ফালন, লাদাখ যাওয়ার প্রস্তুতি

 

শিমলা:  দেশের ৭৪ তম স্বাধীনতা দিবসের আগেই রাতের আকাশে নিজের ক্ষমতার আস্ফালন দেখাল রাফাল৷ হিমাচল প্রদেশের পাহাড়ি এলাকায় রাতের অন্ধকারে চলল রাফালের টহলদারি৷ লাদাখের পার্বত্য অঞ্চলে পাড়ি দেওয়ার আগে হিমাচল প্রদেশে প্রস্তুতি শুরু করে দিল পাঁচ রাফাল ফাইটার জেট৷ 

আরও পড়ুন- করোনা রুখতে মোদী-মমতার বৈঠক, নয়া মন্ত্র দিলেন নমো

গত ২৯ জুন ভারতের মাটি ছোঁয় অত্যাধুনিক যুদ্ধবিমান রাফাল৷ আম্বালা বায়ুসেনা ঘাঁটির ১৭ নম্বর গোল্ডেন অ্যারো স্কোয়াড্রনের সদস্য হয় এই পাঁচ ফাইটার জেট৷ প্রকৃত নিয়ন্ত্রণরেখা থেকে অনেকটা দূরে থাকা সত্ত্বেও রাতের আকাশে রাফালের এই উড়ান চিনকে কড়া বার্তা দেবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল৷ প্রসঙ্গত, সীমান্তে ভারত-চিন উত্তেজনার মধ্যেই ফ্রান্স থেকে ভারতীয় বায়ুসেনার হাতে এসে পৌঁছয় এই গেম চেঞ্জার’ মাল্টিরোল ফাইটার এয়ারক্রাফ্টস।

যা ভারতীয় বায়ুসেনায় শক্তিকে কয়েকগুণ বাড়িয়ে দেয়৷ একই সময়ে একসঙ্গে একাধিক কাজ করার ক্ষমতা রয়েছে রাফালের৷ এই যুদ্ধবিমান বায়ু থেকে বায়ু মেটেরো মিসাইল, মিকা মাল্টিমিশন মিসাইল এবং স্ক্যাল্প ডিপ-স্ট্রাইক ক্রুজ মিসাইল বহনে সক্ষম৷ এটি বহু দূর থেকে রায়ু থেকে মাটিতে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম৷ আম্বালা বায়ুসেনা ঘাঁটি থেকে এবার লাদাখ পাড়ি দিতে চলেছে রাফাল৷ ১৫৯৭ কিলোমিটার প্রকৃত নিয়ন্ত্রণরেখায় কড়া নজর থাকবে রাফালের। মিসাইল-যুক্ত হয়েই টহলদারি চালাবে এই অত্যাধুনিক যুদ্ধবিমান।

আরও পড়ুন- ব্যবহার করা পিপিই কিট থেকে জৈব জ্বালানি তৈরি করছে দেরাদুন

এদিকে, ভারত-চিন সীমান্তে উত্তেজনা প্রশমিত করতে দুই দেশের সেনা কমান্ডার স্তরে দফায় দফায় বৈঠকেও সমাধান সূত্র মেলেনি৷ প্যাঙ্গং লেকের উত্তরে ফিঙ্গার পয়েন্ট থেকে সেনা সরাতে নারাজ চিন।   অন্যদিকে, আবার উপগ্রহ চিত্রে দেখা গিয়েছে আকসাই চিনে সামরিক পরিকাঠামো, হেলিপ্যাড বানাচ্ছে লাল ফৌজ৷ 

আরও পড়ুন- বিশ্বের প্রথম করোনা-টিকার সুফল পাবে ভারত? ‘বন্ধু’ রাশিয়া বাড়াবে হাত?

গত ১৫ জুন গালওয়ান উপত্যকায় দু’দেশের সেনার মধ্যে রক্তক্ষয়ী সংগ্রামের পর থেকেই প্রকৃত নিয়ন্ত্রণরেখায় উত্তেজনার পারদ চরতে থাকে৷ এই সংঘর্ষে প্রাণ হারান ২০ ভারতীয় জওয়ান৷ এর পরও চিনের সঙ্গে সামরিক ও কূটনৈতিক স্তরে বৈঠক হয়েছে৷ গত ৭ অগাস্ট সীমান্ত পরিস্থিতি খতিয়ে দেখতে ফরোয়ার্ড এয়ারবেসগুলিতে যান এয়ার মার্শাল হরজিৎ সিং আরোরা৷ বায়ুসেনাবাহিনীর যোদ্ধাদের সঙ্গে কথা বলেন তিনি৷ 

সীমান্তে লাল ফৌজের হাতে একচুল জমিও ছড়তে নারাজ ভারত৷ যে কোনও পরিস্থিতিতে চিনকে কড়া টক্কর দিত প্রস্তুত ভারতীয় সেনা জওয়ান৷ সীমান্তে মোতায়েন করা হয়েছে একাধিক ট্যাঙ্ক৷ আকাশযুদ্ধেও ভারতের সঙ্গে এঁটে উঠতে পারবে না চিন৷ কারণ সীমান্তে চিনা ফৌজকে জবাব দিতে ভারতের হাতে রয়েছে সুখোই ৩০, জাগুয়ার, মাইরেজ ২০০০-এর মতো যুদ্ধবিমান৷ এই দলে নয়া সংযোজন রাফাল৷    

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − fifteen =