Aajbikel

‘নেইমারের ফ্যান, মেসিকে নিয়ে রচনা লিখব না’, পরীক্ষার খাতায় সাফ জবাব খুদের

 | 
মেসি রচনা

তিরুবনন্তপুরম: নেট পাড়ায় নয়৷ একেবারে পরীক্ষার খাতায় মনের কথা সাফ সাফ লিখলেন পড়ুন৷ ‘আমি ব্রাজিলের সমর্থক। নেইমারের ফ্যান। মেসিকে মোটেও পছন্দ করি না। তাই এই প্রশ্নের উত্তর দেব না৷’ পরীক্ষার খাতায় এমন জবাব দেখে শোরগোল পড়েছে৷ ঘটনাটি কেরলের থিরুরের এক খুদের। নাম রিসা ফতেমা পিভি। বয়স মাত্র ৯। 

আরও পড়ুন- স্কুলের প্রেমিকার সঙ্গে গাঁটছড়া, সংসার বেঁধেই নাম পাল্টান লালুর পুত্রবধূ! বাবা হলেন তেজস্বী


চতুর্থ শ্রেণির ছাত্রী রিসা। সম্প্রতি মালায়লাম ভাষার পরীক্ষা ছিল তার। পরীক্ষায় আর্জেন্তিনার ফুটবল তারকা লায়োনেল মেসিকে নিয়ে একটি রচনা লিখতে বলা হয়। ছাত্রছাত্রীদের লেখার সুবিধার জন্য কিছু তথ্যও পয়েন্ট আকারে তুলে দেওয়া হয়েছিল। যাতে সেগুলি দেখে রচনা লিখতে পারে পড়ুয়ারা৷ কিন্তু, লেখা তো দূর! উল্টে ফতেমা সাফ জানিয়ে দিয়েছে, মেসিকে নিয়ে সে একটা শব্দও লিখবে না। কারণ, সে ব্রাজিলের সমর্থক সর্বোপরী নেইমারের ফ্যান। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল সই উত্তরপত্রের ছবি। তবে শুধু ফতেমাই নয়, জানা গিয়েছে, নেইমার ও রোনাল্ডোর সমর্থক একাধিক পড়ুয়াই নাকি মেসিকে নিয়ে রচনা লিখতে আপত্তি জানিয়েছে৷ জানালেন, ওই স্কুলের শিক্ষকরা।

Around The Web

Trending News

You May like