নয়াদিল্লি: বিজেপি তাঁকে হত্যা করতে চাইছে। শনিবার এমনই বিস্ফোরক দাবি করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
নিজের এই আশঙ্কার স্বপক্ষে যুক্তি দিতে গিয়ে আম আদমি পার্টির সুপ্রিমো বলেন, ‘প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মতোই ব্যক্তিগত দেহরক্ষীকে দিয়ে আমাকে খুন করাতে চাইছে বিজেপি। কারণ, আমার নিজস্ব নিরাপত্তারক্ষীরা বিজেপিকে রিপোর্ট করে।’ তাঁর আরও সংযোজন, ‘ওরা আমাকে মেরে ফলতে চায়। যে কোনওদিন ওরা আমাকে খুন করতে পারে।’
এদিন পাঞ্জাবে ভোটের প্রচারে গিয়ে আক্রান্ত হওয়ার প্রসঙ্গ তুলে কেজরিওয়াল বলেন, ‘আমি খুন হয়ে যাব আর পুলিস বলবে হত্যাকারী আমার দলেরই ক্ষুব্ধ কর্মী ছিল। এর মানে কী? যদি কোনও কংগ্রেস কর্মী ক্যাপ্টেন সাহেবের (পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং) উপর ক্ষুব্ধ হন, তাহলে কি তিনি তাঁকে চড় মারবেন? আবার কোনও বিজেপি কর্মী যদি নরেন্দ্র মোদির উপর চটে যান, তাহলে কি তিনি মোদিকে মারবেন?’