‘কথা দিচ্ছি, ক্ষমতায় এসে আমরা তিন তালাক আইন তুলে দেব’

নয়াদিল্লি: তিন তালাক বন্ধ করতে আইন এনেছিল কেন্দ্র। তিন তালাকে তিন বছরের কারাদন্ডের বিধিও জারি হয়েছে৷ সুপ্রিম কোর্টের তরফে তিন তালাক বেআইনি বলে আগেই জানিয়ে দিয়েছে৷ কিন্তু, তাতে কী? লোকসভা ভোট যে চলেছে! লোকসভা ভোটের আগে নিজেদের গদি বাঁচাতে তিন তালাক বিল তুলে দেওয়ার পক্ষে সওয়াল শুরু করল কংগ্রেস শিবির৷ Sushmita Dev, Congress at at

‘কথা দিচ্ছি, ক্ষমতায় এসে আমরা তিন তালাক আইন তুলে দেব’

নয়াদিল্লি: তিন তালাক বন্ধ করতে আইন এনেছিল কেন্দ্র। তিন তালাকে তিন বছরের কারাদন্ডের বিধিও জারি হয়েছে৷ সুপ্রিম কোর্টের তরফে তিন তালাক বেআইনি বলে আগেই জানিয়ে দিয়েছে৷ কিন্তু, তাতে কী? লোকসভা ভোট যে চলেছে! লোকসভা ভোটের আগে নিজেদের গদি বাঁচাতে তিন তালাক বিল তুলে দেওয়ার পক্ষে সওয়াল শুরু করল কংগ্রেস শিবির৷

বৃহস্পতিবার দিল্লিতে কংগ্রেসের সংখ্যালঘু বিভাগের জাতীয় কনভেনশনে যোগ লোকসভা নির্বাচনে ক্ষমতায় এলে কংগ্রেস তিন তালাক আইন পরিবর্তন করবে বলে দাবি করলেন অসমের শিলচরের কংগ্রেস সাংসদ তথা সর্বভারতীয় মহিলা কংগ্রেসের সভানেত্রী সুস্মিতা দেব৷ জাতীয় কনভেনশনে যোগ দিয়ে এ কথা বলেন সাতবারের সাংসদ প্রয়াত কংগ্রেস নেতা সন্তোষ মোহন দেবের মেয়ে সুস্মিতা বলেন, “আমি আপনাদের কথা দিচ্ছি, ২০১৯ সালে কংগ্রেস ক্ষমতায় আসবে। আমি আরও একটা কথা দিচ্ছি। আমরা ক্ষমতায় এলেই তিন তালাকের আইনে পরিবর্তন আনবো৷” কংগ্রেস নেত্রীর এই মন্তব্য প্রকাশ্যে আসতেই দেশজুড়ে বিতর্ক তৈরি হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen + thirteen =