‘কর্মীদের বাঁচাতে আমাকে বারবার বাংলায় যেতে হচ্ছে’

নয়াদিল্লি: মমতা বন্দ্যোপাধ্যায়কে তাঁর চিনতে ভুল হয়েছিল বলে আগেই মন্তব্য করেছিলেন। এবার আরও একধাপ এগিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সঙ্গে সরাসরি সংঘাতে গেলেন প্রধানমন্ত্রী। বললেন, আমি ভাবতেই পারছি না, মমতা দিদি এতটা বদলে গিয়েছেন। ফলে, ভোট মরশুমে ‘কুর্তা-মিষ্টি’ পরবর্তী মোদি-মমতা দ্বৈরথ নয়া মাত্রা নিল। পাশাপাশি, পশ্চিমবঙ্গে বিজেপি কর্মীদের মৃত্যুমিছিল নিয়ে উদ্বেগ প্রকাশ করে মোদি বলেছেন, বারাণসীতে বেশি

‘কর্মীদের বাঁচাতে আমাকে বারবার বাংলায় যেতে হচ্ছে’

নয়াদিল্লি: মমতা বন্দ্যোপাধ্যায়কে তাঁর চিনতে ভুল হয়েছিল বলে আগেই মন্তব্য করেছিলেন। এবার আরও একধাপ এগিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সঙ্গে সরাসরি সংঘাতে গেলেন প্রধানমন্ত্রী। বললেন, আমি ভাবতেই পারছি না, মমতা দিদি এতটা বদলে গিয়েছেন।

ফলে, ভোট মরশুমে ‘কুর্তা-মিষ্টি’ পরবর্তী মোদি-মমতা দ্বৈরথ নয়া মাত্রা নিল। পাশাপাশি, পশ্চিমবঙ্গে বিজেপি কর্মীদের মৃত্যুমিছিল নিয়ে উদ্বেগ প্রকাশ করে মোদি বলেছেন, বারাণসীতে বেশি সময় দিতে পারব না। বিপন্ন কর্মীদের পাশে দাঁড়াতে বাংলায় বারবার যাব।

সম্প্রতি অভিনেতা অক্ষয় কুমারকে দেওয়া এক অরাজনৈতিক সাক্ষাৎকার দেন প্রধানমন্ত্রী। সেখানে বিরোধী নেতা-নেত্রীদের সঙ্গে তাঁর সম্পর্কের কথা বলতে গিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতার প্রসঙ্গ উল্লেখ করেন তিনি। মোদি বলেন, ফি বছর নিয়ম করে নিজে হাতে কুর্তা-মিষ্টি পছন্দ করে তাঁকে পাঠান তৃণমূল সুপ্রিমো। মোদি-মমতার এহেন সম্পর্ক নিয়ে সরগরম দেশের রাজনীতি। রাজ্যের বিরোধী দল কংগ্রেস-সিপিএম মোদির সঙ্গে মমতার ‘ছুপকে ছুপকে’ সম্পর্ক নিয়ে সোচ্চার হয়েছে। সেই রেশ ধরেই শুক্রবার তৃণমূল সুপ্রিমোর সমালোচনা করেন মোদি।

এক সর্বভারতীয় হিন্দি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী বলেন, ‘মমতা দিদি যে এতটা বদলে গিয়েছেন, তা আমি কল্পনাও করতে পারিনি।’ জনবিরোধী নীতির কথা তুলে ধরে দিল্লিতে মোদি বিরোধী সরকার গঠনের ডাক দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। স্লোগান তুলেছেন ‘২০১৯, বিজেপি ফিনিশ’। রাজনীতির ময়দানে সেই দ্বৈরথকে এদিন অন্য মাত্রায় পৌঁছে দেন প্রধানমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × two =