‘প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা আছে আমার’

নয়াদিল্লি: আরও একবার মোদি সরকার৷ গোটা দেশজুড়ে ট্রেন্ড পরিস্কার৷ এখনও পর্যন্ত গোটা দেশে বিজেপি ৩৫২টি আসনে এগিয়ে৷ কংগ্রেস জোটে ৮৯ আসনে এগিয়ে৷ অন্যান্য ১০১টি আসনে এগিয়ে৷ এই পরিস্থিতিতেও দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন মায়াবতী৷ মহাজোট ক্ষমতায় এলে প্রধানমন্ত্রীর দৌড়ে ছিলেন মায়াবতী৷ কিন্তু, ফল প্রকাশ হতেই মাঠে মারা গেল সেই স্বপ্ন৷ উত্তরপ্রদেশে বিজেপি, এডিএস আসন

‘প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা আছে আমার’

নয়াদিল্লি: আরও একবার মোদি সরকার৷ গোটা দেশজুড়ে ট্রেন্ড পরিস্কার৷ এখনও পর্যন্ত গোটা দেশে বিজেপি ৩৫২টি আসনে এগিয়ে৷ কংগ্রেস জোটে ৮৯ আসনে এগিয়ে৷ অন্যান্য ১০১টি আসনে এগিয়ে৷ এই পরিস্থিতিতেও দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন মায়াবতী৷

মহাজোট ক্ষমতায় এলে প্রধানমন্ত্রীর দৌড়ে ছিলেন মায়াবতী৷ কিন্তু, ফল প্রকাশ হতেই মাঠে মারা গেল সেই স্বপ্ন৷ উত্তরপ্রদেশে বিজেপি, এডিএস আসন পেয়েছে ৫৪+২টি আসন৷ মায়া-অখিলেশের এসপি, বিএসপি ও আরএলডি পেয়েছে ৮+১৩+২ ও কংগ্রেস ১ আসনে এগিয়ে৷ তবে, ফলাফল যায় হোক, প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা তাঁর মধ্যে আছে বলে মন্তব্য জুড়লেন মায়াবতী৷

মায়াবতীর দাবি, কোনও বিশেষ দল বা জোটের প্রতি পক্ষপাতিত্ব নেই তাঁর। যে দল বা জোট তাঁকে প্রধানমন্ত্রীর কুর্সির দিকে এগিয়ে যেতে সাহায্য করবে তাকেই সমর্থন করবেন তিনি৷ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর এই মন্তব্য স্বাভাবিকভাবেই চাপে ফেলেছে বিরোধী দল ও জোটগুলিকে৷ এদিন টুইট করে মায়া সাফ জানিয়ে দেন, ‘‘প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা আছে আমার৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *