রাতে একা থাকতে পারি না, গারদে ভয়, দাবি চিদাম্বরমের

নয়াদিল্লি: দীর্ঘ টানাপোড়েনের পর গত রাতেই গ্রেপ্তার হয়েছেন কেন্দ্রীয় প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরম৷ বুধবার রাতে তাঁকে মেডিক্যাল পরীক্ষা করার পর সিবিআইয়ের সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়৷ সেখানে ঘণ্টা তিনেক জেরা করা হয় তাঁকে৷ জেরা পর্বে বেশ কিছু প্রশ্নের উত্তর জানতে চাওয়া হয় বলে সিবিআই সূত্রে খবর৷ জেরা শেষে জেলা থাকতে ভয় হয় বলেও সিবিআইকে জানান

c195e6d8d28ca28df67d34376ed9d126

রাতে একা থাকতে পারি না, গারদে ভয়, দাবি চিদাম্বরমের

নয়াদিল্লি: দীর্ঘ টানাপোড়েনের পর গত রাতেই গ্রেপ্তার হয়েছেন কেন্দ্রীয় প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরম৷ বুধবার রাতে তাঁকে মেডিক্যাল পরীক্ষা করার পর সিবিআইয়ের সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়৷ সেখানে ঘণ্টা তিনেক জেরা করা হয় তাঁকে৷ জেরা পর্বে বেশ কিছু প্রশ্নের উত্তর জানতে চাওয়া হয় বলে সিবিআই সূত্রে খবর৷ জেরা শেষে জেলা থাকতে ভয় হয় বলেও সিবিআইকে জানান দেশের প্রাক্তন মন্ত্রী৷

আইএনএক্স মিডিয়ায় চুক্তি ছাড়া আর কোন চুক্তি হয়েছিল কি না তা জানতে চাওয়া হয়৷ দিল্লি হাইকোর্টে অন্তর্বর্তী জামিন নাকচ নিয়েও করা হয় প্রশ্ন৷ কেন তাঁর মোবাইল বন্ধ রাখা হয়েছিল তাও জানতে চান সিবিআইয়ের আধিকারিকরা৷ বিদেশে কত সম্পত্তি রয়েছে? জানতে চান আধিকারিকরা৷ ইন্দ্রাণী মুখোপাধ্যায়ের সঙ্গে তাঁর কি যোগাযোগ ছিল তা নিয়েও প্রশ্ন করা হয়৷

দীর্ঘ জেরার পর লকাপে যেতে নির্দেশ দেয়া হয়৷ সেখানেই চাঞ্চল্যকর দাবি করে বসেন প্রাক্তন মন্ত্রী৷ জানান, তিনি রাতে একা থাকতে পারবেন না৷ ভয় হয়৷ এরপরই তাঁর সঙ্গে রাত কাটান আইও৷ রাতে তিন গ্লাস পান করে চিদাম্বারাম বিশ্রাম নেন৷

আজ সকালে ফের তাঁকে জেরা করা হয়৷ জলখাবার দেওয়ার পর দফায় দফায় শুরু হয় জেরা৷ আজ সকাল আটটা থেকে এখনও পর্যন্ত টানা জেলা চলছে জানা গিয়েছে৷ আজ দুপুরেই তাঁকে আদালতে তোলা হবে৷ আদালতে তোলার আগে প্রায় ১০০টি প্রশ্ন সাজিয়ে করা হয় জেরা৷ খুব সম্ভবত আজ ১৪ দিনের জেল হেফাজতে চেয়ে আবেদন করতে পারে সিবিআই৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *