যেতে পারি, তবে শর্ত আছে! অমিতকে লেখা দেবশ্রীর পত্র-ফাঁস!

নয়াদিল্লি: যেতে পারি তবে শর্ত আছে! অমিত শাহকে চিঠি লিখে এমনই দাবি বর্তমান তৃণমূল বিধায়ক তথা অভিনেত্রী দেবশ্রী রায়ের! বিজেপি সূত্রে খবর, তৃণমূল বিধায়ক দেবশ্রী রায় সর্বভারতীয় বিজেপি সভাপতি অমিত শাহকে নিজের প্যাডে লেখা চিঠিতে জানিয়েছেন, বিজেপিতে যোগ দিতে তিনি আগ্রহী৷ তবে তার বদলে দিতে হবে নিরাপত্তা৷ নিরাপত্তা পেলেই তিনি বিজেপিতে নাম লেখাবেন৷ যদিও অমিত

যেতে পারি, তবে শর্ত আছে! অমিতকে লেখা দেবশ্রীর পত্র-ফাঁস!

নয়াদিল্লি: যেতে পারি তবে শর্ত আছে! অমিত শাহকে চিঠি লিখে এমনই দাবি বর্তমান তৃণমূল বিধায়ক তথা অভিনেত্রী দেবশ্রী রায়ের!  বিজেপি সূত্রে খবর, তৃণমূল বিধায়ক দেবশ্রী রায় সর্বভারতীয় বিজেপি সভাপতি অমিত শাহকে নিজের প্যাডে লেখা চিঠিতে জানিয়েছেন, বিজেপিতে যোগ দিতে তিনি আগ্রহী৷ তবে তার বদলে দিতে হবে নিরাপত্তা৷ নিরাপত্তা পেলেই তিনি বিজেপিতে নাম লেখাবেন৷

যদিও অমিত শাহকে পাঠানো এই চিঠির প্রসঙ্গ উড়িয়ে দিয়েছেন অভিনেত্রী দেবশ্রী রায়৷ জানিয়েছেন তিনি এমন কোনও চিঠি কাউকে লেখেননি৷ তবে,বিজেপি সূত্রে খবর, মূলত শোভন-বৈশাখী আপত্তির কারণেই তাঁকে এতদিন দলে নেওয়া হয়নি৷ কিন্তু শোভন-বৈশাখীর দরজা তৃণমূলে নতুন করে খুলে যেতেই এবার দেবশ্রীর দিকে নজর ঘুরিয়ে বিজেপি নেতৃত্ব৷

সূত্রের খবর, তিনি নতুন করে বিজেপিতে আসতে চান কি না, তা জানতে মতামত জানতে চাওয়া হয়৷ সেই পরিপ্রেক্ষিতে তিনি ওই চিঠি দিয়েছেন বলে সূত্রের খবর৷ এর আগে গত ১৪ আগস্ট দিল্লিতে হাজির হয়ে যান বিজেপিতে নাম লেখাতে৷ কিন্তু শোভন-বৈশাখী তীব্র আপত্তির কারণে খালি হাতে ফিরে আসেন তিনি৷ বিজেপিতে নাম লেখাতে গিয়ে দিল্লি সদর দপ্তর থেকে ফিরে আসা জেরে চূড়ান্ত অস্বস্তিতে পড়েন৷ চলে যান লোকচক্ষুর অন্তরালে৷

যদিও অনেকেই বলছেন, ৮০ লক্ষ টাকার দুর্নীতি থেকে বাঁচতে তিনি নাকি বিজেপিতে যোগদান করতে চাইছেন৷ তাঁর নিজের বিধানসভা কেন্দ্র রায়দিঘিতে ৮০ লক্ষ টাকার দুর্নীতির অভিযোগ তুলছেন অনেকেই৷ বেকার যুবকদের টোটো দেওয়ার নাম করে তিনি টাকা তুলেছেন বলে অভিযোগ সিপিএম নেতৃত্বের৷ ফলে, একদিকে দুর্নীতির অভিযোগ, অন্যদিকে দলবদল নিয়ে নানান জটিলতায় চূড়ান্ত অস্বস্তিতে পড়েছেন তৃণমূলের এই বিধায়ক৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 − six =