আমি পরম শিব! গোপন ডেরা থেকে ‘ধর্ষক-বাবা’র ভিডিও বার্তা

নয়াদিল্লি: উন্নাও থেকে তেলেঙ্গানা৷ দুই তরুণীকে ধর্ষণ করে খুনের ঘটনায় যখন উত্তাল গোটা দেশ, তখন গোপন ডেরা থেকে ‘ধর্ষক-বাবা’ স্বামী নিত্যানন্দ ভিডিও বার্তা৷ প্রকাশ্যেই দিলেন চরম হুঁশিয়ারি৷ সাফ জানিয়ে দিলেন, ‘‘আমাকে কেউ ছুঁতে পর্যন্ত পারবে না৷ আমি পরম শিব৷’’ স্বঘোষিত ধর্মগুরু স্বামী নিত্যানন্দের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ওঠার পর অভিযুক্তের পাসপোর্ট বাতিল করেছে সরকার৷ বিদেশে ভারতীয়

আমি পরম শিব! গোপন ডেরা থেকে ‘ধর্ষক-বাবা’র ভিডিও বার্তা

নয়াদিল্লি: উন্নাও থেকে তেলেঙ্গানা৷ দুই তরুণীকে ধর্ষণ করে খুনের ঘটনায় যখন উত্তাল গোটা দেশ, তখন গোপন ডেরা থেকে ‘ধর্ষক-বাবা’ স্বামী নিত্যানন্দ ভিডিও বার্তা৷ প্রকাশ্যেই দিলেন চরম হুঁশিয়ারি৷ সাফ জানিয়ে দিলেন, ‘‘আমাকে কেউ ছুঁতে পর্যন্ত পারবে না৷ আমি পরম শিব৷’’

স্বঘোষিত ধর্মগুরু স্বামী নিত্যানন্দের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ওঠার পর অভিযুক্তের পাসপোর্ট বাতিল করেছে সরকার৷ বিদেশে ভারতীয় মিশনগুলিকেও ‘ধর্ষক-বাবা’র বিরুদ্ধে নির্দেশ দিয়েছে বিদেশ মন্ত্রক৷

অভিযোগ, ইকুয়েডরে দ্বীপ কিনে হিন্দুরাষ্ট্র প্রতিষ্ঠা করেছে ধর্ষণে যুক্ত ধর্মগুরু নিত্যানন্দ৷ ‘ধর্ষক-বাবা’র তৈরি ওয়েবসাইটে নিত্যানন্দ দাবি করেছে, ভারতকে হিন্দু রাষ্ট্র গঠন করবেন৷ যেহেতু তিনি হিন্দু রাষ্ট্র নির্মাণ করছেন, ফলে তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ও তদন্তের কোনও প্রয়োজন নেই৷ কারণ তিনি পরম শিব!

এই পরম শিবের বিরুদ্ধে ধর্ষণ-সহ অপহরণের একাধিক মামলায় হন্যে হয়ে খুঁজছে পুলিশ৷ ইকুয়ডরের দূতাবাসের সঙ্গেও চলছে যোগাযোগ৷ তবুও অধরা পরম শিব!

সরকার পরম শিবের খোঁজ করলেও গোপন ডেরা থেকে ভিডিও প্রকাশ করে নিত্যানন্দ দাবি করেছে, ‘‘বাস্তব ও সত্যকে আপনাদের কাছে প্রকাশ করে আমি আমার সততা প্রকাশ করছি৷ আমি যেখানে আছি, সেখান থেকে আমাকে কেউ ছুঁতে পারবে না৷ কারণ, আমি হলাম পরম শিব৷ বুঝছেন! কোনও আদালত আমাকে সাজা দিতে পারবে না৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 + eight =