‘আমি রামের বংশধর’, বিস্ফোরক দাবি বিজেপি সাংসদের

নয়াদিল্লি: নিজেকে রামের বংশধর বলে দাবি করেছেন জয়পুরের রাজ পরিবারের কন্যা তথা রাজসমন্দের সাংসদ দিয়া কুমারী৷ তাঁর পরিবার রামের ছেলে কুশের বংশধর বলেও দাবি করেছেন এই বিজেপি সাংসদ৷ প্রয়োজনে নিজের বক্তব্যের সমর্থনে প্রমাণও দিতে চান দিয়া৷ ট্যুইট করে দিয়া দাবি করেছেন, রামপুত্র কুশের বংশের মেয়ে তিনি৷ অযোধ্যা মামলা নিয়ে শুক্রবার সুপ্রিম কোর্টে যখন বিচার চলছে,

‘আমি রামের বংশধর’, বিস্ফোরক দাবি বিজেপি সাংসদের

নয়াদিল্লি: নিজেকে রামের বংশধর বলে দাবি করেছেন জয়পুরের রাজ পরিবারের কন্যা তথা রাজসমন্দের সাংসদ দিয়া কুমারী৷ তাঁর পরিবার রামের ছেলে কুশের বংশধর বলেও দাবি করেছেন এই বিজেপি সাংসদ৷ প্রয়োজনে নিজের বক্তব্যের সমর্থনে প্রমাণও দিতে চান দিয়া৷ ট্যুইট করে দিয়া দাবি করেছেন, রামপুত্র কুশের বংশের মেয়ে তিনি৷

অযোধ্যা মামলা নিয়ে শুক্রবার সুপ্রিম কোর্টে যখন বিচার চলছে, আদালত জানতে চায়, রামের কোনও বংশধর রয়েছে কি না। সেই সূত্র ধরেই দিয়া কুমারী বলেন, ‘‘আমরাই তো রঘুবংশের। আমার বাবা রামের ৩০৯ তম বংশধর। আমাদের কাছে সে সংক্রান্ত নথিও রয়েছে। আমরা আসলে রামের ছেলে কুশের বংশধর। আমরা কুশওয়াহা বা কাচ্ছুয়া গোষ্ঠীর৷ বিজেপি সাংসদের এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে৷

‘আমি রামের বংশধর’, বিস্ফোরক দাবি বিজেপি সাংসদেরকথিত আছে, রাম যদু বংশের ছিলেন৷ সেই বংশের কোনও উত্তরাধিকারী অযোধ্যায় বসবাস করেন কি না শুক্রবার অযোধ্যা মামলার শুনানির সময় কৌতুহলবসত জানতে চেয়েছিলেন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ৷ এর পরই নিজেকে রামের বংশধর বলে দাবি বিজেপি সাংসদের৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 + three =