কেমন আছেন অমিত শাহ? আড়াল ভেঙে প্রকাশ্যে এলেন স্বরাষ্ট্রমন্ত্রী!

কেমন আছেন অমিত শাহ? আড়াল ভেঙে প্রকাশ্যে এলেন স্বরাষ্ট্রমন্ত্রী!

নয়াদিল্লি: করোনা মহামারীর দাপটে জেরবার গোটা দেশ৷ সর্বশক্তি দিয়ে লড়াই করছে রাজ্য ও কেন্দ্রীয় সরকার৷ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রক৷ লকডাউন বিধি কীভাবে কার্যকর করা হবে তা নিয়ে এই দু’মন্ত্রকের তরফে লাগাতার নির্দেশিকা জারি করা হচ্ছে৷ কিন্তু দুর্ভাগ্য হলেও সত্যি করোনা মহামারী পরিস্থিতির মধ্যে তাঁর গুরুত্বপূর্ণ মন্ত্রক যুদ্ধকালীন তৎপরতায় কাজ করলেও গত ২৪ ঘণ্টার আগে একবারের জন্যও প্রকাশ্যে আসেননি৷ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের আড়ালে থাকার ঘটনা নিয়ে শুরু হয়েছিল জল্পনা৷ সেই জল্পনা ভাঙলেন খোদ অমিত শাহ৷

সোশ্যাল মিডিয়ায় দীর্ঘদিন ধরে অমিত সাহাকে নিয়ে জল্পনা শুরু হয়েছিল৷ তিনি খুব সম্ভবত করোনা আক্রান্ত হয়েছেন! এই গুজব ছড়িয়ে পড়তেই পাল্টা জবাব দেয় পিআইবি৷ কেন্দ্রের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়, করোনা আক্রান্ত হননি অমিত শাহ৷ কিন্তু দেশ যখন করোনা মহামারীর মতো ভয়ঙ্কর পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, তখন কোথায় রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ? এই নিয়ে রাজনৈতিক মহলে উঠতে শুরু করেছিল প্রশ্ন৷ অনেকেই বলেছিলেন, তিনি অসুস্থ৷ এবার সমস্ত সমালোচকদের জবাব দিয়ে টুইট করলেন অমিত শাহ৷

‘আমার স্বাস্থ্য নিয়ে ছড়ানো হচ্ছে গুজব৷ গত কয়েক দিন ধরে এই ধরনের গুজব ছড়ানো হচ্ছে৷ আমার কোনও অসুখ হয়নি৷’ এমনি টুইট করেন অমিত শাহ৷ করোনা আহবে অমিত শাহকে আগে দেখা না গেলেও গত ৮ মে রাত ১০টা ১ মিনিটে একটু টুইট করেন অমিত শাহ৷ সেখানে করোনা পরিস্থিতি নিয়ে আধিকারিদের দিয়ে বৈঠক করতে দেখা যায় তাঁকে৷ কিন্তু, এক আগে তাঁকে প্রকাশ্যে দেখা যায়নি৷ অমিত শাহ নিজের ছবি সহ টুইটও করেনি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 − 1 =