জন্মদিনের পার্টি থেকে ছড়াচ্ছে করোনা, আতঙ্কে আমন্ত্রিতরা

জন্মদিনের পার্টি থেকে ছড়াচ্ছে করোনা, আতঙ্কে আমন্ত্রিতরা

হায়দরাবাদ:   দেশে করোনা পরিস্থিতির ক্রমেই অবনতি হচ্ছে। গত ২৪ ঘণ্টায় দেশের পাশাপাশি বিভিন্ন রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে।  শনিবার শুধু হায়দরাবাদে ১,৬০০ জন করোনায় আক্রান্ত হয়েছেন।  এই পরিসংখ্যান যে হায়দরাবাদের বাসিন্দাদের মনে ভয় ধরাবে তা বলার অপেক্ষা থাকে না। তার সঙ্গে হায়দরাবাদের মানুষের মনে যোগ হয়েছে নতুন এক আতঙ্ক। জানা গিয়েছে, হায়দরাবাদের বিখ্যাত এক জুয়েলারি ব্যবসায়ী করোনায় মারা গিয়েছে। মারা যাওয়ার কয়েকদিন আগেই তিনি জন্মদিনের পার্টি দিয়েছিলেন। সেখানে আমন্ত্রিত ছিল শতাধিক মানুষ।  এখন আমন্ত্রিতরাই আতঙ্কে কাঁপছেন।

সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্টে জানা গিয়েছে,  ওই জন্মদিনের অনুষ্ঠানে মূলত জুয়েলারি ব্যবসায়ীরা আমন্ত্রিত ছিলেন। সেখানে আমন্ত্রিত ছিলেন একজন জুয়েলারি ব্যবসায়ীর মালিক।  শহরের বুকে তাঁর সংস্থার বেশ কয়েকটি শাখা রয়েছে। তিনি শনিবার করোনায় মারা যান। মনে করা হচ্ছে জন্মদিনের অনুষ্ঠান থেকে তিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন।  তারপরেই বাকি আমন্ত্রিতরা আতঙ্কে ভুগতে শুরু করেছেন।  বেসরকারি বিভিন্ন পরীক্ষাগারে তাঁরা করোনা পরীক্ষা  করছেন বলে জানা গিয়েছে।

তেলেঙ্গানা স্বাস্থ্য দপ্তরের তরফে আবার বেসরকারি  করোনা পরীক্ষাগারগুলোতে একের পর এক অভিযোগ নিয়ে আসা হয়েছে। স্বাস্থ্য দপ্তরের তরফে অভিযোগ করা হয়েছে, আইসিএমআরের নির্দেশ মানা হচ্ছে না। উপযুক্ত  পরিকাঠামো নেই বেসরকারী করোনা পরীক্ষাকেন্দ্রের অধিকাংশ জায়গায়।  তারপরেও সেখানে করোনা পরীক্ষা করা হচ্ছে ব্যাপক হারে। সেই করোনা রিপোর্টের বিশ্বাস যোগ্যতায় তেলেঙ্গানার স্বাস্থ্যদপ্তর সন্দেহ প্রকাশ করেছেন।  এই রকম ১৩টি বেসরকারী পরীক্ষাগারের ক্ষেত্রে এই  অভিযোগ করা হয়েছে বলে জানা গিয়েছে। তেলেঙ্গানায় শুধু হায়দরাবাদে  ২৩টি বেসরকারি ল্যাবকে করোনা পরীক্ষার অনুমতি দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *