কলকাতা: আসছে ঘূর্ণিঝড় ফনি৷ যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে এক লপ্তে ৭৪টি ট্রেন বাতিলের ঘোষণা পূর্ব রেলের৷ পুরী, ভুবনেশ্বর ছুঁয়ে যাওয়া সব ট্রেন বাতিল করাব সিদ্ধান্ত নেওয়া হয়েছে রেলের তরফে৷ আগামী দু’দিনের জন্য ট্রেন চলাচলে নিয়ন্ত্রক ও একগুচ্ছ ট্রেন বাতিল করা হচ্ছে৷
বৃহস্পতিবার থেকেই পূর্ব উপকূল বরাবর বেশ কিছু ট্রেন বাতিল করা হবে। ট্রেন চালানোর বিষয় নিয়ে পূর্ব উপকূল বাহিনীর সঙ্গে যোগেযোগ রাখা হচ্ছে। পুরীতে আগামী দু-তিন দিন কোনও ট্রেন ঢুকবে না। বিশেষ ট্রেনে এ রাজ্যের পর্যটকদের ফিরিয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন দক্ষিণ-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সঞ্জয় ঘোষ। আপাতকালীন পরিস্থিতির জন্য তৈরি থাকবে বিপর্যয় মোকাবিলা বাহিনী।
East Coast Railways has issued advisory to cancel or regulate trains which might get affected due to #FaniCyclone. The section between Bhadrak-Bhubaneswar-Puri-Visakhapatnam will be cleared so that there will be no train in the section during extreme situation.
— ANI (@ANI) May 1, 2019
একনজরে দেখেনিন, কোন ট্রেন বাতিল করল রেল৷ রেল মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, আগামী ২ মে বিকেল থেকে হাওড়া-সেকেন্দ্রাবাদগামী সমস্ত ট্রেন বাতিল রাখা হচ্ছে৷ ২ মে বিকেল থেকে হাওড়া-চেন্নাইগামী ট্রেন বাতিল৷ ২ মে বিকেল থেকে হাওড়া বেঙ্গালুরুগামী ট্রেন বাতিল৷ ২ মে হাওড়া থেকে ছাড়বে না করমণ্ডল এক্সপ্রেস৷ ২ মে হাওড়া থেকে ছাড়বে না কোস্টাল এক্সপ্রেস৷ ২ মে বিকেল থেকে ভুবনেশ্বর-পুরী ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করা হবে৷ ২ মে বিকেল থেকে ভদ্রক-বিজয়নগরমের মধ্যে ট্রেন বন্ধ থাকবে৷ একই সঙ্গে ৩ মে পুরী, ভুবনেশ্বর ছুঁয়ে যাওয়া সব ট্রেন বাতিল৷ ট্রেন পরিষেবার পাশাপাশি বিমান পরিষেবাও বিঘ্নিত হতে পারে৷ তবে, সে বিষয়ে এখনও কোনও বিস্তারিত তথ্য পাওয়া যায়৷
ধেয়ে আসছে ঘূর্ণিধড় ফনি৷ গতিপথ বদলে এবার বাংলার বুকের উপর দিয়ে বয়ে যেতে চলেছে বিধ্বংসী ঘূর্ণিধড়৷ জারি হলুদ সতর্কতা৷ ঘণ্টায় ১০০ কিলোমিটার বেগে ঝড় আছড়ে পড়তে পারে কলকাতার উপর৷
বুধবার সন্ধ্যার পর থেকে শুক্রবার দুপুরের মধ্যে কলকাতার উপর দিয়ে বয়ে যেতে পারে ফনি৷ নোটিস জারি করে এমনই পূর্বাভাস দিয়েছে দিল্লি মৌসম ভবন৷ দিল্লি মৌসম ভবনের তরফে নোটিসে দিয়ে জানানো হয়েছে, ঘূর্ণিঝড় ফনির প্রভাবে কলকাতায় তীব্র ঝড় বয়ে যেতে পারে৷ ঝড়ে ক্ষতিগ্রস্ত হতে তিলোত্তমা কলকাতা৷
ঘূর্ণিঝড়ের প্রভাবে শুক্রবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে৷ ভাসতে পারে দুই মেদিনীপুর, ঝাড়গ্রামে, কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া ও হুগলী৷ শনিবার অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে৷ কলকাতাসহ দুই ২৪ পরগনা, নদিয়া, হাওড়া, হুগলী, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, দুই বর্ধমান ও মুর্শিদাবাদ৷