আসছে ঘূর্ণিঝড় ফনি, বাতিল ৭৪টি ট্রেন

কলকাতা: আসছে ঘূর্ণিঝড় ফনি৷ যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে এক লপ্তে ৭৪টি ট্রেন বাতিলের ঘোষণা পূর্ব রেলের৷ পুরী, ভুবনেশ্বর ছুঁয়ে যাওয়া সব ট্রেন বাতিল করাব সিদ্ধান্ত নেওয়া হয়েছে রেলের তরফে৷ আগামী দু’দিনের জন্য ট্রেন চলাচলে নিয়ন্ত্রক ও একগুচ্ছ ট্রেন বাতিল করা হচ্ছে৷ বৃহস্পতিবার থেকেই পূর্ব উপকূল বরাবর বেশ কিছু ট্রেন বাতিল করা হবে। ট্রেন চালানোর

আসছে ঘূর্ণিঝড় ফনি, বাতিল ৭৪টি ট্রেন

কলকাতা: আসছে ঘূর্ণিঝড় ফনি৷ যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে এক লপ্তে ৭৪টি ট্রেন বাতিলের ঘোষণা পূর্ব রেলের৷ পুরী, ভুবনেশ্বর ছুঁয়ে যাওয়া সব ট্রেন বাতিল করাব সিদ্ধান্ত নেওয়া হয়েছে রেলের তরফে৷ আগামী দু’দিনের জন্য ট্রেন চলাচলে নিয়ন্ত্রক ও একগুচ্ছ ট্রেন বাতিল করা হচ্ছে৷

বৃহস্পতিবার থেকেই পূর্ব উপকূল বরাবর বেশ কিছু ট্রেন বাতিল করা হবে। ট্রেন চালানোর বিষয় নিয়ে পূর্ব উপকূল বাহিনীর সঙ্গে যোগেযোগ রাখা হচ্ছে। পুরীতে আগামী দু-তিন দিন কোনও ট্রেন ঢুকবে না। বিশেষ ট্রেনে এ রাজ্যের পর্যটকদের ফিরিয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন দক্ষিণ-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সঞ্জয় ঘোষ। আপাতকালীন পরিস্থিতির জন্য তৈরি থাকবে বিপর্যয় মোকাবিলা বাহিনী।

একনজরে দেখেনিন, কোন ট্রেন বাতিল করল রেল৷ রেল মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, আগামী ২ মে বিকেল থেকে হাওড়া-সেকেন্দ্রাবাদগামী সমস্ত ট্রেন বাতিল রাখা হচ্ছে৷ ২ মে বিকেল থেকে হাওড়া-চেন্নাইগামী ট্রেন বাতিল৷ ২ মে বিকেল থেকে হাওড়া বেঙ্গালুরুগামী ট্রেন বাতিল৷ ২ মে হাওড়া থেকে ছাড়বে না করমণ্ডল এক্সপ্রেস৷ ২ মে হাওড়া থেকে ছাড়বে না কোস্টাল এক্সপ্রেস৷ ২ মে বিকেল থেকে ভুবনেশ্বর-পুরী ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করা হবে৷ ২ মে বিকেল থেকে ভদ্রক-বিজয়নগরমের মধ্যে ট্রেন বন্ধ থাকবে৷ একই সঙ্গে ৩ মে পুরী, ভুবনেশ্বর ছুঁয়ে যাওয়া সব ট্রেন বাতিল৷ ট্রেন পরিষেবার পাশাপাশি বিমান পরিষেবাও বিঘ্নিত হতে পারে৷ তবে, সে বিষয়ে এখনও কোনও বিস্তারিত তথ্য পাওয়া যায়৷

ধেয়ে আসছে ঘূর্ণিধড় ফনি৷ গতিপথ বদলে এবার বাংলার বুকের উপর দিয়ে বয়ে যেতে চলেছে বিধ্বংসী ঘূর্ণিধড়৷ জারি হলুদ সতর্কতা৷ ঘণ্টায় ১০০ কিলোমিটার বেগে ঝড় আছড়ে পড়তে পারে কলকাতার উপর৷

বুধবার সন্ধ্যার পর থেকে শুক্রবার দুপুরের মধ্যে কলকাতার উপর দিয়ে বয়ে যেতে পারে ফনি৷ নোটিস জারি করে এমনই পূর্বাভাস দিয়েছে দিল্লি মৌসম ভবন৷ দিল্লি মৌসম ভবনের তরফে নোটিসে দিয়ে জানানো হয়েছে, ঘূর্ণিঝড় ফনির প্রভাবে কলকাতায় তীব্র ঝড় বয়ে যেতে পারে৷ ঝড়ে ক্ষতিগ্রস্ত হতে তিলোত্তমা কলকাতা৷

ঘূর্ণিঝড়ের প্রভাবে শুক্রবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে৷ ভাসতে পারে দুই মেদিনীপুর, ঝাড়গ্রামে, কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া ও হুগলী৷ শনিবার অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে৷ কলকাতাসহ দুই ২৪ পরগনা, নদিয়া, হাওড়া, হুগলী, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, দুই বর্ধমান ও মুর্শিদাবাদ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six − six =