দিদির পাশে দাঁড়িয়ে হুংকার প্রিয়াঙ্কার

মহারাজগঞ্জ: বিদ্যাসাগরের মূর্তি ভাঙার ঘটনায় বিজেপির কড়া সমালোচনা করলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী। উত্তরপ্রদেশের মহারাজগঞ্জে কংগ্রেস প্রার্থী সুপ্রিয়া শ্রীনাতের সমর্থনে আয়োজিত এক জনসভায় প্রিয়াঙ্কা বলেন, বাংলায় অরাজকতা তৈরি করছে বিজেপি। মনীষীদের মূর্তি ভাঙছে তারা। সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও তীব্র আক্রমণ করেন প্রিয়াঙ্কা। কটাক্ষ করে বলেন, তিনি কথায় কথায় ৫৬ ইঞ্চির ছাতির কথা বলেন। কিন্তু

3 stocks recomended

মহারাজগঞ্জ: বিদ্যাসাগরের মূর্তি ভাঙার ঘটনায় বিজেপির কড়া সমালোচনা করলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী। উত্তরপ্রদেশের মহারাজগঞ্জে কংগ্রেস প্রার্থী সুপ্রিয়া শ্রীনাতের সমর্থনে আয়োজিত এক জনসভায় প্রিয়াঙ্কা বলেন, বাংলায় অরাজকতা তৈরি করছে বিজেপি। মনীষীদের মূর্তি ভাঙছে তারা।

সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও তীব্র আক্রমণ করেন প্রিয়াঙ্কা। কটাক্ষ করে বলেন, তিনি কথায় কথায় ৫৬ ইঞ্চির ছাতির কথা বলেন। কিন্তু তাঁর হৃদয় কোথায় রয়েছে? প্রিয়াঙ্কা বলেন, জাতীয়তাবাদের কথা বলতে গেলেই প্রধানমন্ত্রী পাকিস্তানের কথা তোলেন। তাঁর কাছে জাতীয়তাবাদের মানে হল, পাকিস্তানের বিরুদ্ধে তিনি কী করেছেন সেটা তুলে ধরা। তাঁর কাছে কর্মসংস্থান বা কৃষকদের সমস্যা জাতীয়তাবাদ নয়। মোদিকে ‘উদ্ধত’ আখ্যা দিয়ে প্রিয়াঙ্কা বলেন, গত পাঁচ বছরে বিশ্বের সর্বত্র প্রধানমন্ত্রী গিয়েছেন।

কিন্তু দেশের কৃষকদের সঙ্গে দেখা করার ফুরসত পাননি তিনি। মোদির কৃষক কল্যাণ প্রকল্পের সমালোচনা করে কংগ্রেস নেত্রী বলেন, এই সরকার কৃষকদের জন্য বছরে ছ’হাজার টাকা বরাদ্দ করেছে। কিন্তু একজন কৃষকের পরিবারে যদি পাঁচ জন থাকেন, তবে তাঁরা দিনে মাত্র দু’টাকা করে পাবেন। এটা কৃষকদের অসম্মান করা ছাড়া আর কিছুই নয়। এরপরেই তিনি কংগ্রেসের ন্যায় প্রকল্পের তুলনা টেনে বলেন, দল ক্ষমতায় এলে গরিব পরিবারকে বছরে ৭২ হাজার টাকা দেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 − 1 =