ভারতে চলতি সপ্তাহে শুরু হবে অক্সফোর্ড ভ্যাকসিনের হিউম্যান ট্রায়াল

চলতি সপ্তাহেই ভারতে অক্সফোর্ড ভ্যাকসিনের হিউম্যান ট্রায়াল শুরু হতে চলেছে।  অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও অ্যাসট্রাজেনেকা-র তৈরি কোভিড ভ্যাক্সিনের প্রয়োগ শুরু করবে সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া। ভারতের মোট ১০ জায়গায় এই ভ্যাকসিনের ট্রায়াল শুরু হবে বলে জানা গিয়েছে। এর মধ্যে মুম্বইতে হচ্ছে দুটি কেন্দ্র, কিং এডওয়ার্ড মেমোরিয়াল হাসপাতাল এবং বিওয়াইএল নায়ার হাসপাতালে।

 

পুনে:  চলতি সপ্তাহে ভারতে অক্সফোর্ড ভ্যাকসিনের হিউম্যান ট্রায়াল শুরু হতে চলেছে।  অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও অ্যাসট্রাজেনেকা-র তৈরি কোভিড ভ্যাক্সিনের প্রয়োগ শুরু করবে সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া। ভারতের মোট ১০ জায়গায় এই ভ্যাকসিনের ট্রায়াল শুরু হবে বলে জানা গিয়েছে। এর মধ্যে মুম্বইয়ে হচ্ছে দুটি কেন্দ্র, কিং এডওয়ার্ড মেমোরিয়াল হাসপাতাল এবং বিওয়াইএল নায়ার হাসপাতালে।

আরও পড়ুন- লাড্ডু বা মোদক শুধু নয়, এই ফল নিবেদনেও মেলে গণেশের আশীর্বাদ

 

জানা গিয়েছে, অক্সফোর্ড ভ্যাকসিনের হিউম্যান ট্রায়ালে ১,৬০০ জন স্বেচ্ছাসেবক অংশ গ্রহণ করছে। যাঁরা আগে করোনায় আক্রান্ত হননি বা যাঁদের শরীরে পূর্বকোনও রোগ নেই, তাঁদের স্বেচ্ছাসেবক হিসেবে নেওয়া হয়েছে। স্বেচ্ছাসেবকদের বয়স ২০ থেকে ৫০ বছরের মধ্যে রাখা হয়েছে বলে জানা গিয়েছে। ভ্যাকসিন প্রয়োগের দুই মাস পর তাঁদের শারীরিক অবস্থা পর্যালোচনা করা হবে। জানা গিয়েছে, দুই সপ্তাহ অন্তর অক্সফোর্ড ভ্যাকসিনের ডোজ দেওয়া হবে। কোনও পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়া করোনার এই ভ্যাকসিন অ্যান্টিবডি তৈরি করতে সক্ষম কি না, তা দেখা হবে। 

আরও পড়ুন- চাকরির পরীক্ষায় আমূল পরিবর্তন! CET প্রস্তাবে অনুমোদনে কেন্দ্রীয় মন্ত্রিসভা

অন্য দিকে, অ্যাস্ট্রাজেনেকার সঙ্গে পুনের সেরাম গোষ্ঠী ইতিমধ্যে চুক্তি করেছে। এরফলে, যদি অক্সফোর্ডের ভ্যাকসিন ছাড়পত্র পায়, সেক্ষেত্রে ভারতে এই টিকা পাওয়া যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। সেরামের তরফে জানানো হয়েছে, এই ভ্যাকসিন ভারতে ভারতে বিনামূল্যে পাওয়া যাবে। তাছাড়া সেরামের তরফে অনেক আগেই এক সাক্ষাৎকারে ভারতে অক্সফোর্ডের ভ্যাকসিনের বিষয়ে ইঙ্গিত দেওয়া হয়েছিল। সেই সময় জানানো হয়েছিল, যদি অক্সফোর্ডের ভ্যাকসিন ছাড়পত্র পায়, সেক্ষেত্রে ডিসেম্বরের শেষের দিকে ৩০০ থেকে ৪০০ মিলিয়ন ডোজ সেরাম তৈরি করতে পারবে। অন্য দিকে, সেরাম জানায়, মার্চের মধ্যেই দেশের বেশিরভাগ নাগরিক এই টিকার আওতায় চলে আসবে। টিকা করণ ও সরবরাহের জন্য কেন্দ্রীয় সরকারের সাহায্য চেয়েছে সেরাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − 8 =