কেন্দ্রের ‘অগ্নিপথ’ ঘোষণায় অগ্নিগর্ভ বিহার! ট্রেনে আগুন, ভাঙচুর, হিংসা

কেন্দ্রের ‘অগ্নিপথ’ ঘোষণায় অগ্নিগর্ভ বিহার! ট্রেনে আগুন, ভাঙচুর, হিংসা

পাটনা: ভারতীয় সশস্ত্র বাহিনীর তিন শাখায় (স্থল, নৌ এবং বায়ুসেনা) নিয়োগের নতুন প্রকল্প ‘অগ্নিপথ’ ঘোষণা করেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং৷ কিন্তু এই ঘোষণার পর থেকেই বিরাট বিক্ষোভ শুরু হয়েছে দেশে। মূলত বিহারে সৃষ্টি হয়েছে অগ্নিগর্ভ পরিস্থিতি। কেন্দ্রীয় সরকারের এই নীতি মানতে রাজি নয় বিহারের যুব সমাজ। তারা রাস্তায় নেমে এসে প্রতিবাদ দেখিয়ে টায়ার জ্বালানো, পাথর ছোড়া, গাড়ি ও ট্রেন ভাঙচুরের মতো ঘটনা ঘটাচ্ছে। কিন্তু এখন এমন পরিস্থিতি তৈরি হল? তাদের সমস্যা ঠিক কোন জায়গাতে?

আরও পড়ুন- অদূরেই রাষ্ট্রপতি নির্বাচন, কী ভাবে হয় নির্বাচন, কারা ভোট দেন?

আসলে ‘অগ্নিপথ’ প্রকল্পে চুক্তিভিত্তিক সেনা নিয়োগের প্রতিবাদ করছে তারা। কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছে এই প্রকল্পে প্রাথমিক পর্যায়ে চার বছরের জন্য নিয়োগ করা হবে৷ এই নিয়েই তাদের মূল আপত্তি। গতকাল থেকে শুরু হওয়ার বিক্ষোভ আজ রাজ্যের আরও বৃহৎ অঙ্গে পৌঁছে গিয়েছে। পাটনা তো বটেই বক্সার, নওয়াদা, ছপরা, বেগুসরাই কোনও জায়গাই বাদ নিয়ে উত্তপ্ত হতে। হিংসা এতই বেড়েছে জে রাজ্যের আইন-শৃঙ্খলার অবনতি হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যেই পুলিশের সঙ্গে সংঘর্ষ বিহারের যুবদের একাংশের, ট্রেনে আগুন লাগিয়ে দেওয়ার মতো ঘটনা ঘটেছে। সব মিলিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছে বিহার।

প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জানিয়েছিলেন, এই প্রকল্পে যে সেনাদের নিয়োগ করা হবে, তাঁদের ‘অগ্নিবীর’ বলে অভিহিত করা হবে। তাঁদের একটি স্বতন্ত্র পদমর্যাদা থাকবে এবং তাঁদের ইউনিফর্মের অংশ হিসাবে একটি স্বতন্ত্র চিহ্নও ব্যবহার করা হবে। নিয়োগের সময় অগ্নিবীরদের বয়স হতে হবে সাড়ে ১৭ থেকে ২১ বছরের মধ্যে। ভারতীয় সেনার মাপকাঠির ভিত্তিতে শারীরিক সক্ষমতা এবং মেধা যাচাই করেই ‘অগ্নিপথ’ প্রকল্পে নিয়োগ করা হবে। প্রথম ছ’মাস প্রশিক্ষণপর্ব। চার বছর পর অগ্নিবীরদের এক চতুর্থাংশ যোগ্যতার ভিত্তিতে ভারতীয় সেনায় আরও ১৫ বছরের জন্য কাজ করার সুযোগ পাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × three =