নয়াদিল্লি: দৈনন্দিন জীবনে বিস্ময়ের কোনও অভাব নেই৷ নিত্যদিনই আমরা কোনও না কোনও নতুন ঘটনা, দৃশ্য বা বস্তুর সাক্ষী হয়ে থাকি৷ আর সবচেয়ে বেশি অজানার সম্মুখীন হই অন্তর্জালের অন্দরে৷ সোশ্যাল মিডিয়ার দৌলতে গোটা বিশ্ব এসে ধরা দেয় মুঠো ফোনের স্ক্রিনে৷ এমনই এক উদ্ভট দর্শন জিনিসের দেখা মিলল নয়াদিল্লির একটি বাড়িতে৷ দেখা মিলল এক ‘দানব’ টিকটিকির৷ যার ইংরেজি নাম মনিটর লিজার্ড৷ এই টিকটিকির ছবি এখন সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল৷
এই মনিটর লিজার্ডই পৃথিবীর বৃহত্তম টিকটিকি৷ এই প্রজাতির পূর্ণ বয়স্ক একটি টিকটিকি সাড়ে ছ’ফুটেরও বেশি লম্বা হতে পারে। শুক্রবার দিল্লির একটি বাড়িতে এমনই এক ‘দানব’ টিকটিকির খোঁজ মিলতেই তা ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে৷ আইপিএস, এইচজিএস ধালিওয়াল খোদ টুইটারে শেয়ার করেছেন জাম্বো আকারের এই মনিটর লিজার্ডের ছবি৷ যা দূর থেকে দেখতে অনেকটাই কুমীরের মতো৷ এই ছবি দেখে রীতিমতো আতঙ্কিত দিল্লিবাসী৷
এই প্রজাতির টিকটিকির গলা বেশ লম্বা হয়৷ লেজও বেশ লম্বা ও হিষ্টপুষ্ট৷ এদের থাবাও বেশ বড় ও প্রখর৷ এরা বেশিরভাগই মাংসাশী প্রকৃতির৷ মাছ, ডিম, সরীসৃপ, কীটপতঙ্গ এমনকী পাখিও খেয়ে ফেলতে পারে৷ তবে এদের মধ্যে কিছু ব্যতিক্রমও রয়েছে৷ কিছু মনিটর লিজার্ড আবার সম্পূর্ণ নিরামিশভুজি৷ সবজি এবং ফল খেতেই বেশি পছন্দ করে তারা৷
Spotted at someone’s home in Delhi!! pic.twitter.com/4HG9vMhQ7V
— HGS Dhaliwal (@hgsdhaliwalips) July 9, 2020