ভারতে শুরু লকডাউন, চিনের হুবেই প্রদেশ থেকে উঠতে চলেছে বিধিনিষেধ

ভারতে শুরু লকডাউন, চিনের হুবেই প্রদেশ থেকে উঠতে চলেছে বিধিনিষেধ

3 stocks recomended

নয়াদিল্লি: ভারতে আগামী ২১ দিনে লক ডাউন। চলবে ১৪ মার্চ পর্যন্ত। করোনা ভাইরাস প্রতিরোধে এর থেকে শক্ত ব্যবস্থা আর নেয়নি ভারত। একদিকে যখন ভারতে লক ডাউন চালু হলো, অন্যদিকে, চিনের হুবেই প্রদেশ থেকে প্রায় ৬০ দিন পর লক ডাউন উঠে যাওয়ার মুখে।

এই হুবেই প্রদেশের ইউহান শহর থেকেই নভেল করোনা ভাইরাস বা কো-ভিড ১৯ ছড়িয়ে পড়তে শুরু করে। যদিও চিনের সরকারি ঘোষণা অনুযায়ী ইউহানে এপ্রিলের ৮ তারিখ পর্যন্ত লক ডাউন চলবে। কিন্তু, পাবলিক ট্রান্সপোর্ট বা যানবাহনকে চলাচল করার জন্য অনুমতি দেওয়া হচ্ছে। পৃথিবীর বিভিন্ন দেশ এখন চিনের রাস্তায় হেঁটে লক ডাউনের দিকে যাচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মঙ্গলবার দেশবাসীর উদ্দেশ্যে ভাষণে বলেছেন, ২১ দিন অনবরত লক ডাউন থাকলে ভাইরাসের বৃদ্ধি রোধ হতে পারে। সুতরাং, এটি খুবই বড় পরীক্ষা।

তবে চিনে আতঙ্কের প্রহর শেষ হচ্ছে না। অনেক গবেষক বলেছেন, এই ভাইরাসের দ্বিতীয় আক্রমণ হতেই পারে। সেই ব্যাপারে সতর্ক থাকতে হবে। অনেকেই আও মুহূর্তে ভারতের গণবন্টন ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন। এই লক ডাউনের ফলে ভারতের মানুষের খাদ্য সংকট দেখা দেবে কিনা তা নিয়েও প্রশ্ন উঠেছে। রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার অবশ্য এই বিষয়ে সতর্ক। কিন্তু, তা সত্ত্বেও বিভিন্ন দিক থেকে জিনিসপত্রের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির খবর আসছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × two =