বড়সড় দুর্ঘটনার কবলে হাওড়া-দিল্লি পূর্বা এক্সপ্রেস, জখম বহু

কলকাতা: গভীর রাতে বড়সড় দুর্ঘটনার কবলে হাওড়া-নয়াদিল্লি পূর্বা এক্সপ্রেস৷ কানপুরের কাছে লাইনচ্যুত পূর্বা এক্সপ্রেস৷ শুক্রবার রাত একটা নাগাদ কানপুরের রুমা গ্রামে দুর্ঘটনা ঘটে৷ লাইনচ্যুত হওয়ার জেরে ট্রেনের ১১টি বগি ক্ষতিগ্রস্ত হয়েছে৷ দুর্ঘটনায় জখম হয়েছেন অন্তত ৪৫ জন যাত্রী৷ আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ দুর্ঘটনার পর ৪টি হেল্পলাইন খুলেছে রেল৷ দুর্ঘটনা সংক্রান্ত যে কোনও

449ab4f5fec8316dd3537d7644ace6c3

বড়সড় দুর্ঘটনার কবলে হাওড়া-দিল্লি পূর্বা এক্সপ্রেস, জখম বহু

কলকাতা: গভীর রাতে বড়সড় দুর্ঘটনার কবলে হাওড়া-নয়াদিল্লি পূর্বা এক্সপ্রেস৷ কানপুরের কাছে লাইনচ্যুত পূর্বা এক্সপ্রেস৷ শুক্রবার রাত একটা নাগাদ কানপুরের রুমা গ্রামে দুর্ঘটনা ঘটে৷ লাইনচ্যুত হওয়ার জেরে ট্রেনের ১১টি বগি ক্ষতিগ্রস্ত হয়েছে৷ দুর্ঘটনায় জখম হয়েছেন অন্তত ৪৫ জন যাত্রী৷ আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে৷

দুর্ঘটনার পর ৪টি হেল্পলাইন খুলেছে রেল৷ দুর্ঘটনা সংক্রান্ত যে কোনও প্রযোজনে ০৩৩-২৬৪০২২৪১, ২৬৪০২২৪২, ২৬৪০২২৪৩, ২৬৪১৩৬৬০-এই নম্বরে যোগাযোগ করা যাবে৷ দুর্ঘটনার পর থেকেই ব্যাহত ট্রেন চলাচল৷

Kanpur: Morning visuals from the spot where 12 coaches of Poorva Express, plying from Howrah to New Delhi, derailed near Rooma village at around 1 am today. No casualties reported. pic.twitter.com/sFw0jZvVib

রেলের তরফে জানানো হয়েছে,  দুর্ঘটনায় কোনও প্রাণহানি ঘটেনি, কেউ গুরুতর আহত হননি৷ ইতিমধ্যেই  ঘটনাস্থলে পৌঁয়ছে যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করেছে অ্যাক্সিডেন্ট রিলিফ ট্রেন ও মেডিক্যল ইউনিট৷ কানপুরের জেলাশাসক জানিয়েছে, উদ্ধারকাজ চলছে। যাত্রীদের কানপুর সেন্ট্রাল স্টেশনে নিয়ে যাওয়ার জন্য বাসের ব্যবস্থা করা হয়েছে৷ রেল কর্তৃপক্ষ জানিয়েছে যাত্রীদের দিল্লি নিয়ে যাওয়ার জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *