হাওড়া-দিল্লি রুটে বেসরকারি ট্রেনের পরীক্ষামূলক দৌড়ের ছাড়পত্র রেলের

হাওড়া-দিল্লি রুটে বেসরকারি ট্রেনের পরীক্ষামূলক দৌড়ের ছাড়পত্র রেলের

নয়াদিল্লি: রেল বেসরকারি হচ্ছেই৷ এবার সেই কাজে গতি গতি আনতে বেসরকারি সংস্থাগুলিকে নয়া প্রস্তাব দিন রেল বোর্ড৷ বেসরকারি ট্রেনের পরীক্ষামূলক চলাচলের জন্য এবার হাওড়া-নয়াদিল্লি রুটকে ব্যবহারে জন্য বেছে নেওয়ার প্রস্তাব দিয়েছে বোর্ড৷ এই রুটে বেসরকারি ট্রেন চালিয়ে সফল হলে, যাত্রী পরিষেবায় সবুজ সঙ্কেত দেওয়া হতে পারে৷ খুব দ্রুত এবিষয়ে কাজ শুরু হয়ে যাবে বলে খবর৷

জানা গিয়েছে, ২০২৩ সালের এপ্রিল মাসের মধ্যে দেশের ১০৯টি রুটে ১৫১টি বেসরকারি ট্রেন চানালোর খসড়া প্রকাশ করেছে রেল৷ সেখানেই বলা হয়েছিল, নির্দিষ্ট রুটে পারফরম্যান্স খতিয়ে দেখার জন্য পরীক্ষামূলক ট্রেন চালানো হবে৷ 

অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে বেসরকারি ট্রেন চালানোর সিদ্ধান্ত আগেই নেওয়া হয়েছে৷ ঘণ্টায় ১৬০ কিমি গতিতে ছোটার ক্ষমতার কথা বলা হলেও প্রয়োজনে তা আরও বাড়িয়ে ঘণ্টায় সর্বোচ্চ ১৮০ কিমি গতিতে ছুটতে পারে, সেই বন্দোবস্ত করার কথাও বলা হয়েছে খসড়ায়৷ আর সেই কারণে ট্রেনের ‘রানিং টাইমে’র উপর সবথেকে বেশি গুরুত্ব দিচ্ছে রেল বোর্ড৷ ১৫ মিনিট দেরি হলে ক্ষতিপূরণের আওতায় পড়বে দায়িত্বপ্রাপ্ত বেসরকারি সংস্থা৷ নির্ধারিত সময়ের ১০ মিনিট আগে স্টেশনে পৌঁছলেও বেসরকারি ট্রেনকে ক্ষতিপূরণ দেওয়ার সুপারিশ করা হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 + nine =