কেমন হবে ২০২৫-এর ক্লাস রুম, রোলকল? ভাইরাল ভিডিও!

কেমন হবে ২০২৫-এর ক্লাস রুম, রোলকল? ভাইরাল ভিডিও!

নয়াদিল্লি:  আজ থেকে পাঁচ বছর বাদে কী হবে দেশের শিক্ষা ব্যবস্থার ভবিষ্যত? করোনা এমনভাবে জেঁকে বসেছে মননে, মর্ডান নামের পিছনে ছুটে বেড়ানো বাবা-মায়েরাও হয়তো এবার তাঁদের সন্তানদের নাম দেবেন, ‘কোভিড’ অথবা ‘করোনা’৷ আবার ডাকা হতে পারে ‘আত্মনির্ভর কেলাওয়ালা’ নামেও!

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে একটি ভিডিও৷ বর্তমান পরিস্থিতকে ভবিষ্যতের রূপ দিয়ে তৈরি করা হয়েছে এই ব্যাঙ্গাত্মক ভিডিওটি৷ যেখানে মজার ছলে বকাঝকা করা হয়েছে চিনকেও৷  ব্যাঙ্গাত্মক ওই ভিডিওটিতে দেখা গিয়েছে একজন ক্লাস টিচার তাঁর ছাত্রছাত্রীদের অ্যাটেনডেন্স নিচ্ছেন৷ এতদিন এদেশে দেখা গিয়েছে ‘ক্যাটরিনা’ নামটি বেশ জনপ্রিয়, কিন্তু ২০২৫-এর ওই ক্লাসরুমের তা বদলে গিয়েছে কোয়ারেন্টিনা জোশিতে৷ এর পরেই আসে লকডাউনের পালা৷

মানে ডাকা হয়, ‘লকডাউন সিং রাঠৌরে’র নাম৷ তার পর ডাকা হয়, ‘কোভিড আবাস্তি’কে৷ কিন্তু কোভিডের সাড়া নেই৷ রেগে মেগে তাই মিস বকা দিলেন তাকে৷ বললেন, ‘কোভিড ক্লাসে মন না দিলে, তোমাকে চিনে পাঠিয়ে দেব আমি!’

এর পর একে একে শান্ত বাচ্চার মতোই মিসকে প্রেজেন্ট জানায় ‘করোনা পাল সিং’, ‘সোশ্যাল ডিস্টেন্স সিং’, ‘মাস্ক মেহতো’, ‘গ্লাভস গায়কোয়াড়’৷ এর পরেই আসে ‘উহান ভাদোরিয়া’র নাম৷ চিনের সেই উহান শহর৷ যেখানে প্রথম মাথাচাড়া দিয়েছিল করোনা সংক্রমণ৷ উহানের প্রতিও কিন্তু বেশ ক্ষিপ্ত মিস! ‘উহান’ এবং ‘কোভিড’কে জোড় ধমক দিয়ে ক্লাস থেকে বার করে দেন তিনি৷ কারণ তারা ক্লাসের সবচেয়ে দুষ্টু৷ ঠিক যেমন ভাবে সারা বিশ্ব আজ নাস্তানাবুদ উহান থেকে সৃষ্ট হওয়া কোভিড-১৯ এ৷ কিন্তু শেষেরটা ছিল সবচেয়ে সেরা৷ মিসের সবচেয়ে প্রিয় ছাত্র আত্মনির্ভর কেলাওয়ালা৷

এমন আরও খবর পেতে নজর থাকুক AajBikel.com-এর পাতায়…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *