যোগীর রাজ্যে কেমন হবে বিজেপির ফলাফল? কী বলছে জনমত সমীক্ষা

নয়াদিল্লি: ভারতীয় রাজনীতির মূল নিয়ন্ত্রক হল উত্তর প্রদেশ। কথিত আছে এই রাজ্যে রাজনৈতিক ক্ষমতার সমীকরণ ঠিক করে দেয় দিল্লির মসনদে কে বসবেন। জনমত সমীক্ষায় চাঞ্চল্যকর রিপোর্ট পেশ করল এবিপি নিয়েলসন৷ কে গড়বে দেশের সরকার? কী বলছে জনমত সমীক্ষা? গত ২০১৪ নির্বাচনে মোট ৮০ আসনের মধ্যে ২০১৪ সাবে বিজেপি পেয়েছিল ৭১টি আসন৷ এসপি ৫, কংগ্রেস ২

যোগীর রাজ্যে কেমন হবে বিজেপির ফলাফল? কী বলছে জনমত সমীক্ষা

নয়াদিল্লি: ভারতীয় রাজনীতির মূল নিয়ন্ত্রক হল উত্তর প্রদেশ। কথিত আছে এই রাজ্যে রাজনৈতিক ক্ষমতার সমীকরণ ঠিক করে দেয় দিল্লির মসনদে কে বসবেন।  জনমত সমীক্ষায় চাঞ্চল্যকর রিপোর্ট পেশ করল এবিপি নিয়েলসন৷

কে গড়বে দেশের সরকার? কী বলছে জনমত সমীক্ষা?

গত ২০১৪ নির্বাচনে মোট ৮০ আসনের মধ্যে ২০১৪ সাবে বিজেপি পেয়েছিল ৭১টি আসন৷ এসপি ৫, কংগ্রেস ২ ও এডি ২টি৷ এবার এবিপি নিয়েলসন বলছে, মহাজোটের দখলে যেতে পারে ৫৬টি আসন৷ বিজেপি ২২টি৷ কংগ্রেস দু’টি৷

যোগীর রাজ্যে কেমন হবে বিজেপির ফলাফল? কী বলছে জনমত সমীক্ষা

দেশের সবচেয়ে বেশি প্রধানমন্ত্রী উপহার দিয়েছে এই রাজ্য। পণ্ডিত জওহরলালা নেহরু থেকে লাল বাহাদুর শাস্ত্রী, ইন্দিরা গান্ধী, চরণ সিং, রাজীব গান্ধী, বিশ্বনাথ প্রতাপ সিং, চন্দ্রশেখর , অটলবিহারী বাজপেয়ী, নরেন্দ্র মোদী-তালিকাটা এমনই দীর্ঘ। ২০১৪ সালে এই রাজ্যের বারাণসী কেন্দ্র থেকে জয়লাভ করেছিলেন নরেন্দ্র মোদী। দেশের বর্তমান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দও এই উত্তর প্রদেশের ভূমিপুত্র।

কটি আসন পেতে পারে বিজেপি? কী বলছে জনমত সমীক্ষা?

মমতার ‘৪২-এ ৪২’-এর টার্গেট পূর্ণ হবে? কী বলছে জনমত সমীক্ষা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *