পাকিস্তানের মাটিতে কীভাবে হয়েছিল বালাকোট হামলা? কৌশল ফাঁস

নয়াদিল্লি: পুলওয়ামা হামলার পর বালাকোটে পাল্টা হামলা চালাতে ঠিক কীভাবে নেওয়া হয়েছিল পরিকল্পনা? নৌবাহিনীকে সামনে রেখে কীভাবে ভারতীয় বাসুসেনা বালাকোটে এয়ারস্ট্রাইক চালিয়েছিল? গোটা ঘটনার প্রথমিক ছক এবার প্রকাশ্যে৷ পাকিস্তানের চোখে ধুলো দিতে পাক জলসীমা বরাবর সক্রিয়তা দেখাতে শুরু করে ভারতীয় নৌবাহিনী৷ সাধারণ ডুবোজাহাজের পাশাপাশি পরমাণু অস্ত্রবাহী ডুবোজাহাজ পাক জলসীমা মোতায়েন করা হয়৷ ভারতীয় নৌবাহিনীর এই

পাকিস্তানের মাটিতে কীভাবে হয়েছিল বালাকোট হামলা? কৌশল ফাঁস

নয়াদিল্লি: পুলওয়ামা হামলার পর বালাকোটে পাল্টা হামলা চালাতে ঠিক কীভাবে নেওয়া হয়েছিল পরিকল্পনা? নৌবাহিনীকে সামনে রেখে কীভাবে ভারতীয় বাসুসেনা বালাকোটে এয়ারস্ট্রাইক চালিয়েছিল? গোটা ঘটনার প্রথমিক ছক এবার প্রকাশ্যে৷

পাকিস্তানের চোখে ধুলো দিতে পাক জলসীমা বরাবর সক্রিয়তা দেখাতে শুরু করে ভারতীয় নৌবাহিনী৷ সাধারণ ডুবোজাহাজের পাশাপাশি পরমাণু অস্ত্রবাহী ডুবোজাহাজ পাক জলসীমা মোতায়েন করা হয়৷ ভারতীয় নৌবাহিনীর  এই সক্রিয়তা দেখে পাকিস্তান ভেবে নেয় পুলওয়ামার হামলায় পর প্রতিশোধ নিতে জলপথে আক্রমণ করতে পারে ভারত৷ সেই ভাবে পাকিস্তানও প্রস্তুতি নিতে শুরু করে৷ জলপথের উপর পাকিস্তান নজর বাড়াতে শুরু করতেই বালাকোটের জয়েশ জঙ্গি ঘাঁটিতে ভারতীয় বায়ুসেনার এয়ার স্ট্রাইক চালায়৷ বালাকোট হামলার পরই পাকিস্তানের একটি ডুবোজাহাজ হঠাৎ উধাও হয়ে যায়৷ রহস্যজনক ভাবে ডুবোজাহাজ উধাও হয়ে যাওয়ার ভারতীয় নৌবাহিনীকে সক্রিয় হতে বাধ্য করে৷ ওই নিখোঁজ পাক ডুবোজাহাজটিকে খুঁজে বের করতে বিশেষ অ্যান্টি-সাবমেরিন রণতরী ও যুদ্ধবিমানগুলিকে কাজে লাগানো হয়৷ লাগাতার খোঁজাখুঁজির পর ২১ দিন পর পাকিস্তানের পশ্চিমে খোঁজ মেলে৷ অনুমান, গোপনে হামলা চালানোর পরিকল্পনা করেছিল ইসলামাবাদ৷ তাই সেটিকে চোখের আড়ালে নিয়ে যাওয়া হয়েছিল৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × three =